Murshidabad News লালগোলার তারানাগরে পদ্মা নদীর ভাঙনে দিশেহারাদের ত্রান দিতে গিয়ে ফের বিস্ফোরক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ত্রান সামগ্রী বিতরণের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দিলেন তাঁর দলেরই দুই সাংসদের বিরুদ্ধে। হুমায়ুনের নিশানায় বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান Yusuf Pathan, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান।
Murshidabad News হুমায়ুনের নিশানায় দুই সাংসদ
Murshidabad News বিধায়ক হুমায়ুন কবির বলেন, “আমি শুনলাম বহরমপুরের এমপি যাকে জেতানোর জন্য সবথেকে অবদান আমার বেশী ছিল, তিনি দুদিন আগে এখানে এসেছেন। এখানকার এমপিকে তিনি পেয়েছেন বা এমপি তাঁকে ডেকে নিয়ে এসেছেন। এইসব এমপিদের জবাব আমি ঠিক সময়মতো দেব। যখন ২০২৯ আসবে তখন দেখবেন যে এদের এই কর্মপদ্ধতির কোন জায়গায় জবাব দিতে হয় হুমায়ুন কবিরের খুব জানা আছে।”
Lalgola Padma Erosion পদ্মার ভাঙনে বিপর্যস্ত Murshidabad এর তারানগর, পরিদর্শনে জনপ্রতিনিধিরা
Murshidabad News ভাঙন প্রতিরোধের কাজ নিয়ে দুষলেন জনপ্রতিনিধিদের
Murshidabad News কেন নদী পারে কংক্রিটের বাঁধ দেওয়া হয় না, কেন্দ্র- রাজ্য সংঘাতে কেন ভিটে মাটি ছাড়া হতে হয় পরিবার নিয়ে? এই প্রশ্নে জেরবার ভাঙন কবলিতরা। পরিদর্শন হয়, প্রতিশ্রুতি মেলে, কিন্তু কাজ নিয়ে থেকে যায় বড় প্রশ্ন। কেন এই উদাসীনতা? যা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। এবার ভাঙন প্রতিরোধের কাজ নিয়ে তারানগরবাসীর অভিযোগ প্রসঙ্গে হুমায়ুন কবির দায়ী করলেন মুর্শিদাবাদ জেলার জন প্রতিনিধিদের। তিনি বলেন, ” কোন রাজনৈতিক দলকে, কেন্দ্র সরকার বা রাজ্য সরকারকে দায়ী করব না। দায়ী আমরা, মুর্শিদাবাদের জনপ্রতিনিধিরা। পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, পৌরসভা তো লালগোলায় নেই কিন্তু এই জেলায় ৮ টি পৌরসভা আছে। আমরা ২২ টা এমএলএ, ৩ জন এমপি আছে।”
Nawsad Siddique Lalgola তারানগরে ভাঙন দেখে এ কী বললেন নওশাদ ?
Murshidabad News লালগোলা ব্লকের তারানগর গ্রামে পদ্মা নদীর ভাঙনে একের পর এক বাড়ি আজ নদীগর্ভে বিলীন । ঘরবাড়ি হারিয়ে স্থানীয় স্কুল ও ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন শতাধিক পরিবার। আতংক আর উৎকণ্ঠা তাদের নিত্য সঙ্গী। আবার কখন কী হবে! উদ্বেগ, আতঙ্কে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই আজ পদ্মা পারে। এরই মাঝে রাজনৈতিক হাওয়াও সরগরম। বিধায়কের মন্তব্যে কোন প্রতিক্রিয়া কি দেবেন দুই সাংসদ? সামনেই বিধানসভা ভোট। বিতর্কিত মন্তব্যে কি প্রভাব পড়বে শাসক শিবিরের ভোট বাক্সে? উঠছে প্রশ্ন। তুঙ্গে তরজা।














