Murshidabad News মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সুতি ও সামসেরঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনিতে শনিবার থেকেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে। রবিবার সকালেও পুলিশের টহর চলছে গ্রামে গ্রামে।
Murshidabad News শনিবার রাতেই সামশেরগঞ্জ আসেন ডিজিপি রাজীব কুমার। ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জে পুলিশের রুটমার্চ হয় রাতেই। রুটমার্চে ছিলেন খোদ রাজীব কুমার। জেলাতেই রয়েছেন এডিজি সিদ্ধি নাথ, বিনীত গোয়েল। অশান্তি বিধ্বস্ত এলাকা খতিয়ে দেখেন পুলিশ কর্তারা। এলাকা নিয়ন্ত্রণে রাখার বার্তা দেওয়া হয়।
Murshidabad News হাই কোর্টদের নির্দেশে শনিবার থেকেই মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার সারারাত সুতি, সামসেরগঞ্জের বিভিন্ন এলাকায় টহল দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার থেকেই দফায় দফায় অশান্ত হয়েছে সুতি, সামসেরগঞ্জ।