Murshidabad News ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শিক্ষার্থী- সরকারি বিভিন্ন প্রকল্পে ব্যাঙ্ক থেকে লোন পেতে হয়রানির অভিযোগ হয় বারবার। এবার এই সমস্যার সমাধানে ব্যাঙ্ক আধিকারিকদের নিয়ে বৈঠক মুর্শিদাবাদ জেলা প্রশাসনের। লোন অনুমোদন এবং বিতরণের ক্ষেত্রে দ্রুততার সাথে ব্যাঙ্কগুলিকে সহযোগিতার আবেদন করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার বিশেষ DCC ( District Coordination Commitee) মিটিং হল মঙ্গলবার। যেখানে বৈঠকের পাশাপাশি কৃষি দপ্তর, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর, ক্ষুদ্র, ছোট, মাঝারী উদ্যোগ ও বস্ত্র দপ্তর এবং আনন্দধারা প্রকল্পের অন্তর্গত নানান সুবিধা প্রদান করা হল আনুষ্ঠানিক ভাবে। বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক , ডিআরডিসি প্রজেক্ট ডিরেক্টর ডঃ সুকান্ত সাহা, বিভিন্ন ব্যাঙ্কের আধিকারিক, একাধিক বিধায়ক ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।

Murshidabad News কী জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া?
Murshidabad News মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান, ব্যাঙ্ক আধিকারিকদের সাথে স্পেশ্যাল ডিসট্রিক্ট কো অর্ডিনেশ কমিটি উপস্থিত ছিল। রাজ্য সরকারের অনেকগুলি প্রকল্প আছে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে শুরু করে উদ্যানপালন দপ্তর, কৃষি দপ্তর, স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। যেভাবে আবেদন জমা পড়ছে সেভাবে ব্যাঙ্ক থেকে সহযোগিতা মিলছে না। অনুমোদন এবং বিতরণ সময়মতো হচ্ছে না। বহু মানুষ হয়রানির শিকার হচ্ছেন। সেটা নিয়ে আজকে বৈঠক হয়েছে। রিভিউ চলে। কোঅর্ডিনেশন আরও উন্নত করার জন্য বলা হয়েছে যাতে লোনগুলো তাড়াতাড়ি অনুমোদন হয় এবং বিতরণ হয়। ইতিমধ্যেই যারা বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন সেই সব উপভোক্তাদের আজকে সুবিধা প্রদান করা হয়। এই ধরনের অনুষ্ঠান ঘন ঘন করা হবে।

Murshidabad Zila parishad মুর্শিদাবাদ জেলা পরিষদের সভা শুরু, আছেন জেলাশাসক
Murshidabad News বৈঠক প্রসঙ্গে মন্ত্রী আখ্রুজ্জামান কী জানিয়েছেন?
Murshidabad News মন্ত্রী আখরুজ্জামান জানান, জেলার ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বনির্ভরতার ক্ষেত্রে ব্যাঙ্ক তাদের লোন দেয়। এদিন উপভোক্তাদের হাতে অনুমোদিত লোণ তুলে দেওয়া হল। ব্যাঙ্কের আধিকারিকদের নিয়ে একটি রিভিউ মিটিংও হল। বৈঠকের মাধ্যমে ব্যাঙ্কের কাছে আবেদন করা হয় যাতে আরও বেশী পরিষেবা, সুযোগ সুবিধা মানুষ পেতে পারেন।
Murshidabad News জেলা প্রশাসনিক ভবনে এবার কমপ্লেন বক্স। নাম, ঠিকানা লিখে জানাতে হবে অভিযোগ।
Murshidabad News লালগোলার বিধায়ক মহম্মদ আলী জানান, ডিএম অফিসে প্রশাসনিক ভবনে দোতলায় ঢোকার মুখেই অনুসন্ধান কেন্দ্রের পাশে একটা কমপ্লেন বক্সের ব্যবস্থা করা হল। জেলার যে কোন জায়গায় যেখানে ব্যাঙ্কের হয়রানি অভিযোগ আছে সেই সমস্ত জায়গার মানুষ তাদের নাম, ঠিকানা লিখে অভিযোগ করতে পারবেন। তিনি আরও বলেন , মুর্শিদাবাদ জেলায় আছে প্রায় সাড়ে পাঁচশো ব্যাঙ্কের শাখা। যদিও মানুষের জমানো টাকার বেশীরভাগটাই পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্য জেলায়। ব্যাঙ্কের এই আচরণের নিন্দা জানাচ্ছি।









