Murshidabad News শনিবার সকাল থেকেই ফের উত্তপ্ত সামশেরগঞ্জ

Published By: Imagine Desk | Published On:

Murshidabad News  শনিবার সকাল থেকেই ফের উত্তপ্ত হয়ে ওঠে সামশেরগঞ্জের ধুলিয়ান পৌর এলাকা। সকাল থেকে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয়।  একাধিক দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও বিএসএফ। ধুলিয়ান পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ হন এক যুবক ও এক কিশোর। ২ জনকেই আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Murshidabad News শুক্রবার ওয়াকফ আইনের বিরোধীতায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় সামশেরগঞ্জের ডাকবাংলো এলাকা। ভারতীয় সংহিতার ১৬৩ নম্বর ধারা লাগু করা হয়েছে সামশেরগঞ্জ ও সুতিতে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিএসএফ। অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুত্রে খবর। সকাল থেকেই সুতির সাজুর মোড় থেকে সামশেরগঞ্জের ডাকবাংলো এলাকা সব জায়গাতেই ধ্বংসস্তূপের ছবি স্পষ্ট। থমথমে এলাকায় পরিস্থিতি সামাল দিতে নেমেছে BSF।  রাস্তায় পড়ে অগ্নিদগ্ধ বাস, গাড়ি।

Murshidabad News সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত মঙ্গলবার হিংসাত্মক চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর। তারপরই, ধুলিয়ান, সুতিতেও বিক্ষোভ ঘিরে হিংসার ঘটনা ঘটেছে। ভাঙা হয় পুলিশের কিয়স্ক। আক্রান্ত হন ফরাক্কার SDPO সহ ১৫ জন পুলিশ কর্মী। সুতিতে আগুন জ্বালানো হয় যাত্রীবাহী বাসে। আন্দোলনকারীদের মধ্যেও কয়েকজন আহত, গুলিবিদ্ধ।

Murshidabad News নতুন ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে, শুক্রবার মুর্শিদাবাদের ধুলিয়ানের ডাকবাংলো মোড় অবরোধ করা হয়। পুলিশ সরাতে এলে, শুরু হয় ইটবৃষ্টি। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাটকেল। দফায় দফায় চলে সংঘর্ষ। শুধু ধুলিয়ানই নয়, একই কারণে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে সুতির সাজুর মোড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ছোড়ে পুলিশ।