Murshidabad News ফের ভিন রাজ্যে কাজে গিয়ে আক্রান্তের অভিযোগ মুর্শিদাবাদের পরিযায়ীদের। মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ। আক্রান্তরা মুর্শিদাবাদ ও রানিনগর থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনায় মুর্শিদাবাদে ফিরে শুক্রবার মুর্শিদাবাদ ও রানিতলা থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্তদের। জানা গিয়েছে দিন ১৫ আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রীর কাজে গিয়েছিলেন ১২ জন । তাদের মধ্যে মুর্শিদাবাদ থানার গুধিয়া এলাকার চারজন ও বাকিরা রানিতলা থানা এলাকার বাসিন্দা।
Murshidabad News অভিযোগ, গত মঙ্গলবার সন্ধ্যায় কাজ সেরে ফেরার পর ঐ ১২ জন পরিযায়ী শ্রমিকের উপর স্থানীয় কিছু মানুষ হামলা। বেধড়ক মারধর করা হয়। মারের ঘায়ে হাত ভাঙে সুজন সেখ নামে এক পরিযায়ী শ্রমিকের। বাকিরাও আহত হন। শুক্রবার বাড়ি ফিরে আসেন আক্রান্ত পরিযায়ীরা। আহতদের মধ্যে একজনকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মুর্শিদাবাদ ও রানিতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। হেনস্থার অভিযোগে সমাধানের দাবীতে পুলিশের দ্বারস্থ পরিযায়ীরা। চাইছেন সুরক্ষা এবং নিরাপত্তা।