Murshidabad News হুড়মুড়িয়ে ভাঙল টালির চাল! বীভৎস কাণ্ড আইসিডিএস কেন্দ্রে

Published By: Imagine Desk | Published On:

Murshidabad News আচমকাই মাথার উপর ভেঙে পড়ল টালির চাল। বিপদের মুখে একাধিক শিশু। অল্পের জন্য হল প্রাণ রক্ষা। বৃহস্পতিবার এই দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ থানার অন্তর্গত নতুন গ্রামে আইসিডিএস সেন্টারের টালির ছাউনি ভেঙে আহত একাধিক শিশু।

Murshidabad News স্থানীয়রা জানান, বাঁশের উপরে টালির ছাউনি দেওয়া আইসিডিএস কেন্দ্র। বিপজ্জনক অবস্থাতেই ছিল। তার মধ্যেই চলছিল সেন্টার। এদিন সকালে মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নতুনগ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া ৭৬ নম্বর আইসিডিএস কেন্দ্র চলাকালীন টালির ছাউনি দেওয়া সেই ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। চাপা পরে যায় সেন্টারে থাকা ২৫ জন  শিশু। গুরুতর আহত সাত জন শিশু। আহত অবস্থায় তাদের লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে একজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Murshidabad News স্থানীয় এক বাসিন্দা নিয়াজুদ্দিন সেখ জানান, অস্থায়ী চালা ছিল সেন্টারের। বাচ্চাদের গায়ে টালি ভেঙে যায়। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে সেন্টার চলে দীর্ঘদিন ধরে। দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। কীভাবে দুর্ঘটনা ঘটেছে কারণ  খতিয়ে দেখা হয়। বেলি খাতুন বিবি নামে একজন সেন্টারের দায়িত্বে রয়েছেন। তিনি নিজের বাড়িতেই সেন্টার চালান বলে জানা যায়। দীর্ঘদিন ধরে সেন্টার চলছে, কেন এতটা গাফিলতি? দেখভালের অভাব? যেখানে এত শিশুর সুরক্ষা নির্ভর করছে! প্রশ্ন উঠছে একাধিক। ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।