Murshidabad News কোথাও বাঁশ বাগানে আবার কোথাও পুকুরের ধারে। পরপর মুর্শিদাবাদে উদ্ধার হচ্ছে বোমা। মুর্শিদাবাদ জেলার দুটি পৃথক এলাকায় একদিনে মোট ৫৫টি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । পুকুরধারে ও বাঁশবাগানে মিলল বিপুল পরিমাণ সকেট বোমা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ । খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াড।
Murshidabad News কী উদ্ধার পুকুরে ?
এদিন সকালে রানিতলা থানার Ranitala PS বালিগ্রামের বরিয়ানগর মোড় সংলগ্ন একটি পুকুরে স্থানীয়রা প্রথমে কিছু সন্দেহজনক বস্তু দেখতে পান। খবর ছড়াতেই পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুকুরের জলের ধারে ৩০টি শকেট বোমা পড়ে থাকতে দেখেন। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় বাসিন্দাদের পুকুরের আশপাশে যেতে নিষেধ করা হয়েছে। উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। ইতিমধ্যেই এলাকায় পুলিশ পিকেটিং বাড়ানো হয়েছে।
আরও পড়ুনঃ নওদায় পরিত্যক্ত ইটভাটায় ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, তদন্তে পুলিশ
Murshidabad News অন্যদিকে, মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে তথ্য পেয়ে ডোমকল থানার পুলিশ মেহেদিপাড়ার একটি বাঁশবাগানে হানা দেয়। তল্লাশি চালিয়ে প্রায় ২৫টি সকেট বোমা উদ্ধার হয়। ঘটনাস্থল পড়ে ডোমকল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। রাতেই পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি আরও বাড়ানো হয়। এখানেও বোমা নিষ্ক্রিয়করণ দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে ঠিক কারা এই সকেট বোমা মজুত করেছিল, তা এখনো স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাই অত্যন্ত গুরুতর এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতীমূলক কোনও উদ্দেশ্যে এলাকায় এই বোমাগুলি লুকিয়ে রাখা হয়েছিল। কে বা কারা এর সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ঘটনাস্থল দু’টিতে মোতায়েন রয়েছে পুলিশবাহিনী।














