এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad News কান্দির গোকর্ণে পথে বিপদ। ৫ জনের প্রাণ গেল

Published on: June 22, 2025
Murshidabad News

Murshidabad News  রবিবার সকালে বড় বিপদ ঘটে গেল মুর্শিদাবাদের কান্দির গোকর্ণে Gokarno -kandi । এদিন সকাল  সাড়ে এগারোটা নাগাদ কান্দি বহরমপুর রাজ্য সরকারের ওপর কান্দি থানার অন্তর্গত গোকর্ণ পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে  পাঁচজনের । জানা গিয়েছে হরিহরপাড়া Hariharpara  থানা এলাকা থেকে বীরভূম গিয়েছিলেন তাঁরা। 

Murshidabad News রবিবার সকালে ট্রাকারে করে স্নান করে বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে  ধাক্কা মারে এই যাত্রীবাহী ট্রেকারটি।  ঘটনার জেরে গাড়ি চালকসহ মৃত্যু হয় মোট পাঁচজনের । এখনো পর্যন্ত একজন পুরুষ ও চারজন মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । আহতদের উদ্ধার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। মৃত আহতদের সকলের বাড়ি হরিহরপাড়া রুকুনপুর বলে জানা গিয়েছে 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now