Murshidabad News বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল চার মহিলা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশের র্যাডারে ঝাড়খণ্ডের চার মহিলা। ঘটনাকে ঘিরে শোরগোল ভরতপুরে। ভরতপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ভরতপুর থানার আমলাই কালীতলাপাড়ার বাসিন্দা রামকৃষ্ণ দে-র স্ত্রী হাসি দে- থেকে একটি লিখিত অভিযোগ করেন । অভিযোগ ছিল, কোনও ব্যক্তিগত কাজে প্রতিবেশীর বাড়িতে তারা যান, কয়েক মিনিট পরে বাড়ি ফিরে দেখা যায় ভ্যানিশ হয়ে যায় লক্ষাধিক টাকার সোনার গয়না, নগদ ৭ হাজার টাকা। অভিযোগের ভিত্তিতে, ভরতপুর থানা BNS এর ধারা ৩০৫(a) এর অধীনে মামলা নথিভুক্ত করে এবং তদন্ত শুরু করে।

Domkol INTTUC Arrest: ডোমকল অপহরণ কাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের শ্রমিক নেতা
Murshidabad News দুঃসাহসিক চুরির অভিযোগে ধৃত চার মহিলা!
Murshidabad News

Murshidabad News ধৃতদের কাছ থেকে কী কী উদ্ধার হয়েছে?
Murshidabad News পুলিশ সূত্রে জানা গেছে, মোট ৪০ গ্রাম সোনার গয়না, ১৯৭ গ্রাম রূপোর গয়না এবং ৪টি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ। যা অন্য জায়গা থেকে চুরি হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তের জন্য ধৃতদের ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে কান্দির এসিজেএম- কোর্টে পাঠায় ভরতপুর থানার পুলিশ।
Jalangi Politics জলঙ্গীতেও লাল ঝান্ডা ছেড়ে ঘাসফুলে প্রধান
Murshidabad News এলাকায় CCTV ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার
Murshidabad News ভরতপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের সময়, স্থানীয় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়, যাতে দেখা যায় যে দুই মহিলা সন্দেহজনকভাবে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এই সূত্র ধরেই পুলিশ চার বানজারা মহিলাকে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম চন্দ্রাবতী দেবী, তারোনি বেড, চাঁদনি বেড ,পারভা বেড- প্রত্যেকেই ঝাড়খণ্ডের বাসিন্দা। সোমবার সাংবাদিক বৈঠক করেন কান্দির এসডিপিও শাশ্রেক আম্বরদর। তিনি জানান, সন্দেহজনক গতিবিধি দেখেই ধরা হয়েছে। কীভাবে এই কাজ চলছিল? আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।









