এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad News মুর্শিদাবাদ মেডিক্যালে নিয়ে এসেও রোগী পেল না চিকিৎসা

Published on: August 13, 2024

মঙ্গলবার নদীয়ার পলাশী থেকে গুরুত্বর অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বছর ৬৫’র মানাই মল্লিক। প্রায় মুমূর্ষু রোগী তিনি। অনেক আশা নিয়ে ভালো চিকিৎসা পাওয়ার আশায় পলাশী থেকে পরিবারের লোকেরা এ্যাম্বুলেন্স করে এদিন বিকেলে তাঁকে এসেছিল। সঙ্গে এসেছিলেন তাঁর ছেলে এবং মেয়েরা। কিন্তু আরজি কর কাণ্ডের বিক্ষোভে জুনিয়ার চিকিৎসকদের কর্মবিরতি চলার কারণে। চিকিৎসা না পেয়েই ফের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ থেকে হতাশ হয়ে পলাশী ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে অসুস্থ মানাই মল্লিককে।

পরিবারের দাবি, ডাক্তার নেই বলেই ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে তাদের রোগীকে। প্রায় ১ সপ্তাহ ধরে মানাই মল্লিক অসুস্থ। কিডনিতে পাথর থেকে শ্বাসকষ্ট জনিত নানান সমস্যা রয়েছে তাঁর। অক্সিজেনের ওপর নির্ভর করে রয়েছেন তিনি। এই মত অবস্থায় বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়া ছাড়া রাস্তা নেই বলেন জানান পরিবারের লোকেরা। বিউরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now