Murshidabad News আক্রান্ত সংবাদমাধ্যম। আক্রান্ত গণতন্ত্র। বহরমপুরে সভা থেকে প্রতিবাদে গর্জে উঠলেন সাংবাদিক থেকে সাংস্কৃতিক কর্মী, শিক্ষক শিক্ষিকা, সামাজিক আন্দোলনের কর্মীরাও । প্রতিবাদে শামিল সমাজের সব অংশের মানুষ। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আক্রান্ত, রক্তাক্ত জি ২৪ ঘন্টার সংবাদিক সোমা মাইতি, ক্যামেরা পার্সন রঞ্জিত মাহাতো । শুক্রবারের পর ফের শনিবারও বেলডাঙায় আক্রান্ত সংবাদমাধ্যম। এর প্রতিবাদেই বুধবার বহরমপুরে টেক্সটাইল মোড়ে চৌতারায় হয় বিক্ষোভ সভা। সভা থেকে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে উঠে এল তীব্র ক্ষোভ। কেন আক্রান্ত হবে গণতন্ত্র ? কী করছিল পুলিশ ? কাদের মদতে সংবাদমাধ্যমের উপর হামলা ? দুরভিসন্ধি কী ? উঠল প্রশ্নও। বিক্ষোভ সভায় সাংবাদিক, বুদ্ধিজীবিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র, প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তীও। এদিন মুর্শিদাবাদের জেলা শাসক, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছেও দেওয়া হয় ডেপুটেশন। মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চের ধিক্কার সভা হল বুধবার বহরমপুর টেক্সটাইল মোড়ে চৌতারায়। সাংবাদিকদের অধিকার, সুরক্ষা, নিরাপত্তা সুনিশ্চিত করতে এক মঞ্চে সমাজের সর্বস্তরের মানুষ। প্রতিবাদে সোচ্চার হলেন আইনজীবী, চিকিৎসক , শিক্ষিকা থেকে সাংবাদিকরা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম, রক্ষার দায়িত্ব কার? তুললেন প্রশ্ন।

Murshidabad News কী উঠে এল আলোচনায় ?
Murshidabad News এদিন বক্তব্য রাখেন সাংবাদিক আলমগীর হোসেন, প্রদীপ দে, বিপ্লব বিশ্বাসরা। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চিকিৎসক নির্মল সাহা, আইনজীবী পীযূষ ঘোষ, আল্পনা রায়চৌধুরী, খাদিজা বানু, মুর্শিদা খাতুনরা। ১৬ ও ১৭ জানুয়ারি বেলডাঙায় কর্তব্যরত সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। পুলিশ ২ টি ঘটনায় সুয়োমোটো এফআইআর দায়ের করেছে। সাংবাদিক নিগ্রহের ঘটনার প্রতিবাদে এবং খবর সংগ্রহের অধিকার নিশ্চিত করতে ১৬ ও ১৭ জানুয়ারি বেলডাঙায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে।

সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘিরে সমাজমাধ্যমে প্ররোচনা ও কুৎসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের কাজের পরিবেশ, সাংবাদিকদের অবাধে কাজের অধিকারকে নিশ্চিত করার দাবি উঠে এসেছে অবস্থান থেকে। ২০২৫-এর এপ্রিল মাসে সামসেরগঞ্জ ও সুতির ঘটনায় খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিক আক্রান্ত হন। ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের সরকারি ক্ষতিপূরণের দাবি নিয়েও সরব হয়েছে জেলা সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চ ।
আরও পড়ুনঃ Beldanga News বেলডাঙায় অশান্তিতে ৯ জনকে হেফাজতে নিল পুলিশ, ২০ জনের জেল
Murshidabad News এদিন মুর্শিদাবাদ জেলা শাসক নীতিন সিংহানিয়া Shri Nitin Singhania, IAS ও মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজের কাছে দেওয়া হল ডেপুটেশন। মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চের আহ্বায়ক প্রাণময় ব্রহ্মচারী বলেন, “ সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রতিবাদ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতিবাদের সাক্ষী এদিন আমরা হয়েছি। জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে যাওয়া হয়েছে। গুরুত্ব দিয়ে তাঁরা বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন”।










