Murshidabad News সেখদিঘিতে মুখোমুখি ২ ট্রাক, গল গল ধোঁয়ায় ঢাকল রাস্তা

Published By: Imagine Desk | Published On:

Murshidabad News মুর্শিদাবাদের ১২ নম্বর জাতীয় সড়কে National Highway 12  বৃহস্পতিবার সকালে ঘটে গেল বড় দুর্ঘটনা  । ২ টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ ট্রাকেই ধরে গেল দাউদাউ আগুন। মুহুর্তে রাস্তা ঢেকে যায় গলগল করে বেড়িয়ে আসা ধোঁয়ায়।

Murshidabad News মুর্শিদাবাদের সাগরদিঘী Sagardighi  থানার  শেখদিঘিতে ১২ নম্বর জাতীয় সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এদিন সকালে । দুই গাড়িতেই দুর্ঘটনার পর আগুন ধরে যায়। একই রাস্তায় মুখোমুখি চলে আসে দুটি ট্রাক। এর ফলেই ঘটে দুর্ঘটনা।  ট্রাক থেকে উদ্ধার করে  এক জনকে অগ্নিদগ্ধ অবস্থায়  জঙ্গিপুর  মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।

See also  হরিহরপাড়ায় মহিলা পরিচালিত পুজোর উদ্বোধন