এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad News জোড়া খুনে পুলিশের জালে ২ ভাই। ‘কাউকেই ছাড়া হবে না!’ কড়া বার্তা ADG(দক্ষিন)

Published on: April 16, 2025
Murshidabad News

Murshidabad News  ওয়াকফ আইনের বিরোধিতায় গত ১২ ই এপ্রিল মুর্শিদাবাদে অশান্তির আবহে জোড়া খুনের ঘটনা ঘটেছিল। সামসেরগঞ্জের জাফরাবাদে বাড়িতে ঢুকে হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুনের অভিযোগ। সেই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার।

Murshidabad News   তিনি বলেন, ‘ গত ১২ ই এপ্রিল সামসেরগঞ্জ থানায় যখন অশান্তি চলছিল জাফরাবাদে একদল দুষ্কৃতির হাতে একটি পরিবারের দুই সদস্য খুন হন। যাদের নাম হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। সম্পর্কে বাবা এবং ছেলে। এই মামলার তদন্তে বিশেষ ইনভেস্টিগেশন টিম গঠন করি। যাতে স্থানীয় থানা, জেলা পুলিশ ছাড়া CID, IB এবং STF এর অভিজ্ঞ অফিসাররা আছেন। এই মামলার তদন্তে এলাকা থেকে গত দুদিনে বিস্তারিত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়।  সেই ফুটেজ খতিয়ে দেখে বেশ কয়েকজন দুষ্কৃতিকে চিহ্নিত করা হয়। যারা খুনের ঘটনায় প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল।’

Murshidabad News  আরও বলেন, ‘সোমবার রাতভর অভিযান চালিয়ে এদের মধ্যে ২ জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করা হয়েছে যারা এই খুনের ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত। ধৃতদের নাম কালু নাদাব ও  দিলদার নাদাব। এরা সম্পর্কে ভাই। এরা জাফরাবাদ সংলগ্ন দিঘরী এলাকার বাসিন্দা। কালু নাদাবকে বীরভূমের মুরারই থেকে গ্রেপ্তার করা হয়। দিলদার নাদাবকে গ্রেপ্তার করা হয় সুতি থানার বাংলাদেশ সংলগ্ন সীমান্ত থেকে। মঙ্গলবারই দুজনকে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। বাকীদের খোঁজও চলছে।  এই নৃশংস ঘটনা যারা ঘটিয়েছে তাঁদের কাউকে ছাড়া হবে না। প্রত্যেককে ধরা হবে, দ্রুত তদন্ত শেষ হবে।’

Murshidabad News পুলিশ সূত্রে খবর, সামসেরগঞ্জে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার সংখ্যা ২২১। গত ৪৮ ঘন্তায় কোন ধরনের অশান্তির খবর আর নেই। দোকানপাট খুলেছে বলেই জানান পুলিশ কর্তা। রাজ্য পুলিশ, বিএস এফ, সিআরপিএফ টহল দিচ্ছে এলাকায় এলাকায়। গুজব যাতে না ছড়ায় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।  গুজব ছড়ানো বন্ধ করতে ১০৯৩ টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে ইতিমধ্যেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now