Murshidabad News রাতেই কার্যত সেঞ্চুরি অর্ধেক মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ জেলায় দুটি পুলিশ জেলা। তার মধ্যে একটি পুলিশ জেলার অধীন এলাকায় এক রাতেই উদ্ধার হল ১০০ টিরও বেশি শকেট বোমা। কোথাও মাটির নীচে ড্রামে পোঁতা ছিল বোমা। কোথাও আবার বোমা ছিল রাস্তার ধারের মুর্শিদাবাদে তিন জায়গায় এক রাতে উদ্ধার শতাধিক শকেট বোমা। এক রাতেই উদ্ধার ১০৪ টি শকেট বোমা।
আরও পড়ুনঃ যে জিনিস বাঁধতে ডাকা হয়েছিল তাতেই শেষ ?
Murshidabad News বেলডাঙায় কী হল উদ্ধার ?
Murshidabad News শুক্রবার রাতে পুলিশ খবর পায়, বেলডাঙা থানার Beldanga PS কাজিশা গ্রামে রাখা আছে বোমা । খবর পেয়েই গ্রামে যায় বেলডাঙা থানার পুলিশ। সেখানেই দুটি ড্রামে রাখা ছিল বিপুল পরিমাণ শকেট বোমা। উদ্ধার হয় ৮৯ টি শকেট বোমা। এলাকায় মোতায়েন হয়েছে পুলিশ বাহিনী। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।
Murshidabad News রাতেই জলঙ্গী থানার ঘোষপাড়া গ্রাম পঞ্চায়ায়েতের বুধগাড়ি সিশাগ্রামে হানা দেয় পুলিশ। তল্লাশির সময় একটি হলুদ নাইলন ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় প্রায় ১০ টি শকেট বোমা।
অন্যদিকে মুর্শিদাবাদের সালারেও উদ্ধার হয় শকেট বোমা। গোপন সূত্রে খবর পেয়ে রাতেই সালার থানার কান্দরা গ্রামে যায় পুলিশ। সেখানে ঝোঁপের মধ্যে রাখা ছিল বোমা। উদ্ধার হয় ৫ টি বোমা। সেখানেও মোতায়েন করা হয় পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে।















