Murshidabad News প্রথমে ডোমকল। তারপর রেজিনগর । পরপর দুই দিনে দুই বিস্ফোরণ। দুই মৃত্যু । এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। ভোট এখনও দেরি থাকলেও নবাবের জেলায় সেই উত্তাপ এখন চরমে । শুক্রবার রাতে রেজিনগরের ছেতিয়ানি ঘোষ পাড়া এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে তাজা বোমা। শনিবার দুপুরে শক্তিপুরে ভাগীরথীর ধারে উদ্ধার হয় নিখোঁজ উসমান বিশ্বাসের দেহ। এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। যদিও এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিস্ফোরণ নিয়ে তৃণমূলকেই কাঠগড়াই তুলেছে কংগ্রেস।
Murshidabad News মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী MANOJ CHAKRABORTY দাবি করেছেন, “ শুধু মুর্শিদাবাদ নয়। গোটা বাংলা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়েছে। দুষ্কৃতীরা মনে করছে তাদের সরকার চলছে। তাও পুলিশ প্রশাসন কিছু কিছু জায়গায় চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের সরকার গোটা বাংলাকে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে। কোথাও ধর্ষণ হচ্ছে। কোথাও দেহ উদ্ধার হচ্ছে। পুলিশ ইচ্ছে করলেই তদন্ত করে দেখতে পারে”।
Murshidabad News একই সুরে বিজেপিও তৃণমূলের বিরুদ্ধেই সূর চড়িয়েছে। বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বলেছেন, “এই সবে শুরু । ২৬ এর নির্বাচন আসতে আসতে মুর্শিদাবাদ জেলা বোম শিল্পে প্রথম হবে”।
Murshidabad News যদিও এনিয়ে চক্রান্তের অভিযোগ তুলেছেন। এর পিছনে কাদের ইন্ধন আছে তার তদন্তের দাবি তুলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক।
রবিউল আলম চৌধুরী বলেছেন, “ যারাই এই কাজ করেছে আমি চাইছি প্রশাসন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেক। ভোট এখনও অনেক দেরি, কার ইন্ধনে কিসের জন্য বোমা বেঁধেছে সেটা পুলিশ তদন্ত করে বের করুক। প্রশাসনের কাছে আবেদন করবো নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা নেওয়া হোক” উৎসব মিটতেই একের পর এক বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।