এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad News: ১০০ দিনের কাজ চলছে কেমন ? মুর্শিদাবাদে কেন্দ্রীয় টিম, চলল খানাতল্লাশি : Central Team Visit

Published on: August 2, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদে কেমন হচ্ছে একশ দিনের কাজ ? আবাস যোজনায় বাড়ি পেয়েছেন কারা ? দিনভর গ্রামে গ্রামে গিয়ে খোঁজ নিল কেন্দ্রীয় দল। এর মাঝেই ধরা পড়ল নানা ছবি। কখনো পুরোনো কাজের নমুনা দেখতে পাটের জমিতে ঢুকে পরলেন কেন্দ্রীয় আধিকারিকরা। কখনো গ্রামবাসীরা মুখ ফসলে বলে দিলেন, জেসিবি দিয়ে মাটি কাটার কথা। সাংবাদিকদের সাথে কথা বলার সময় বাধা দিতে দেখা গেল স্থানীয় নেতাকেও ।
এমজিএনআরইজিএ ( ১০০ দিনের কাজ) ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ এর গতিপ্রকৃতি খতিয়ে দেখতে এদিন মুর্শিদাবাদ আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। মঙ্গলবার গ্রামীণ বিকাশ মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধিদল পরিদর্শন করলে নিয়াল্লিশপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা। এদিন সকাল থেকেই শুরু হয় দফায় দফায় এলাকায় পরিদর্শন, অভিযান। নিয়ল্লিশ পাড়া হয়ে, দেবিদাসপুর, টিকিয়াপাড়া, বাগমারা সহ বিভিন্ন জায়গায় পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিনের পরিদর্শনে ছিলেন অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অপ্রতিম ঘোষ, বহরমপুর ব্লকের বিডিও অভিনন্দন ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক অধিকারিকরা । প্রধানমন্ত্রী আবাস য়োজনার দেওয়াল লিখন থেকে ১০০ দিনের কাজ ঠিক মতো পেয়েছেন কিনা গ্রামবাসীরা, আবাস যোজনায় ঘর তৈরির টাকা মিলেছে কিনা, বাড়ি বাড়ি ঘুরে গ্রামবাসীদের সাথে কথা বলে খোঁজ নেন কেন্দ্রীয় প্রতিনিধিরা । মুর্শিদাবাদ জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের একাধিক প্রকল্পের কাজ কেমন হয়েছে তা দেখতে বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন আধিকারিকরা। পশ্চিমবঙ্গ গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি কর্মসূচি কার্ড থেকে বাংলা আবাস যোজনায় ঘর তৈরি- বিভিন্ন প্রকল্পের কাজের খতিয়ান উপভোক্তাদের মুখ থেকেই শোনা হয়। প্রশাসনিক কর্তা ব্যাক্তিদের অভিযান ঘিরে অস্বস্তিতে পড়েন কেউ কেউ। কাজ নিয়ে অনেকের কথায় উঠে আসে অসঙ্গতিও ।
পাটের জমিতেও গিয়েও মাটি কাটার কাজের প্রমাণ দেখেন আশিকারিকরা। কাজ নিয়ে কথা বলা হয় গ্রামবাসী, উপভোক্তাদের সাথে ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now