Murshidabad News: মুর্শিদাবাদে ধান চাষে শস্য বিমার আওতায় ৩ লক্ষ ৭৬ হাজার কৃষক

Published By: Madhyabanga News | Published On:

পবিত্র ত্রিবেদীঃ এবছর অনাবৃষ্টিতে প্রয়োজনীয় সেচের জলের অভাবে সব জায়গায় বর্ষার ধান চাষ করা সম্ভব হয়নি । যেসব জায়গায় ধান চাষ হয়নি সেখানে বড় আকারে বিকল্প ফসল যাতে চাষ করা যায় সেজন্য উদ্যোগী হয়েছে কৃষি দপ্তর। তার মধ্যে ডাল শস্য, তৈলবীজ রয়েছে। ইতিমধ্যে অনেক জায়গায় সেই চাষ শুরু হয়েছে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলাস্তর থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত সরকারি উদ্যোগে সচেতনতা বৈঠক করা হবে। মূলত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তৈলবীজ দেওয়া হয়েছে। কীভাবে ভালো চাষ করা হবে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। ‘ম্যাসিভ কন্টিনজেন্ট প্ল্যান’ এর উদ্যোগ নেওয়া হয়েছে । আগামী দিনে আরো ভালোভাবে এই বিষয়ে উদ্যোগ নেওয়া হতে চলেছে বলে জানা গিয়েছে ।
এদিকে, জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধানের জন্য কৃষকদের বিমার সংখ্যা বাড়ল মুর্শিদাবাদ জেলায়। এবছর 3 লক্ষ 76 হাজার কৃষক শস্য বিমা করেছেন। এখনো পর্যন্ত যা সর্বোচ্চ। তাছাড়া ভুট্টার জন্য শস্য বিমার আওতায় এসেছেন প্রায় 10 হাজার কৃষক। এর আগে গত বছর ধান চাষে বিমাতে নথিভুক্ত হয়েছিল 3 লক্ষ 17 হাজার কৃষক। এই বিষয়ে কৃষি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, আমাদের লক্ষ্য যত বেশি সংখ্যক কৃষককে কৃষি বিমার আওতায় আনা যায়। জানা গিয়েছে, এই বছর কান্দি মহকুমা এলাকাতে প্রায় 70 হাজার হেক্টর জমিতে ধান চাষ করা গিয়েছে। জেলাতে যা সর্বোচ্চ। রঘুনাথগঞ্জ 1 ব্লকে ধান চাষে অনাবাদী জমির সংখ্যা বেশি ।