এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad News পুকুর পাড়ে নিথর দেহ! মুর্শিদাবাদে চাঞ্চল্য

Published on: January 28, 2025
Murshidabad News

Murshidabad News  চারদিন ধরে নিখোঁজ এক ব্যক্তির নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের নতুনগ্রামে Natungram Village । পুকুরপাড় থেকে উদ্ধার হওয়া দেহটি সন্ন্যাসীডাঙ্গা এলাকার বাসিন্দা জিয়ার সেখের। রঙের কাজ করতেন বছর তেত্রিশের জিয়া। পরিবারে স্ত্রী ও দুই সন্তান। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হতবাক গ্রামবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন জিয়া। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। দেহ উদ্ধারের পর মুর্শিদাবাদ থানার পুলিশ Murshidabad Police Station খবর দেয় পরিবারের সদস্যদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ সনাক্ত করেন পরিবারের লোকজন।

Murshidabad News কী বলছেন প্রতিবেশীরা ?

Murshidabad News মোশারফ সেখ, মৃতের আত্মীয় জানিয়েছেন, “জিয়ার সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। তবে তিনি কেন নিখোঁজ হলেন, কীভাবে মারা গেলেন, তা আমাদের জানা নেই। আমরা ঘটনার সঠিক তদন্ত চাই।” দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Murshidabad News জিয়ার রহস্যজনক মৃত্যুর পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা। পরিবার বলছে, কোনও ষড়যন্ত্রের শিকার হতে পারে জিয়া। অন্যদিকে, প্রতিবেশীরাও পুলিশের তদন্তের দিকে তাকিয়ে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত চলছে। নতুন বছরের শুরুতেই এমন রহস্যময় মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নতুনগ্রামে। পরিবারের আহাজারি আর প্রতিবেশীদের চাপা উত্তেজনার মধ্যে, জিয়ার মৃত্যুর সঠিক কারণ জানতে এখন অপেক্ষা কেবল তদন্ত রিপোর্টের।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now