Murshidabad NDRF লালগোলায় পদ্মায় নিখোঁজ সিভিক ভলান্টিয়ারের খোঁজে তল্লাশিতে এলো জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী । বৃহস্পতিবার সকাল থেকেই তারানগরে চলছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তল্লাশি। গত সোমবার সন্ধ্যা থেকে লালগোলার তারানগরে ভয়াবহ পদ্মা ভাঙ্গন শুরু হয়। সেখানেই নদীপাড়ে ডিউটি করছিলেন লালগোলা থানার সিভিক ভলান্টিয়ার আশিকুল ইসলাম। পদ্মাভারে হঠাতই ধ্বসে পরে মাটি। আর তাতেই নদীতে তলিয়ে যায় ওই সিভিক ভলান্টিয়ার। তার সাথে বেশ কয়েকজন পদ্মায় পরে গেলেও তারা কোন রকমে পাড়ে উঠে আসলেও তলিয়ে যায় আশিকুল ইসলাম। মঙ্গলবার সকাল থেকে তার খোঁজে তল্লাশি চালালেও কোন সন্ধান পাওয়া যায়নি।
Murshidabad NDRF বুধবার রাতে লালগোলায় পৌছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২৫ জনের দল। এদিন সকাল থেকে তারানগরে পদ্মায় চলছে দুটি স্পিড বোর্ড নামিয়ে তল্লাশি। তবে এখনও কোন খোঁজ মেলেনি নিখোঁজের। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকদের দাবি মাটির তলায় চাপা পরে থাকতে পারে নিখোঁজ যুবক অথবা নদী স্রোতে অন্য কোথাও ভেসে যেতে পাড়ে। তবে এখনও চলছে পদ্মায় তল্লাশি।