Murshidabad Nawab ‘এটা আমার ভাগ্য’ মঞ্চে মুখ্যমন্ত্রীর CM Mamata Banerjee ডাক পেয়ে আবেগঘন মুর্শিদাবাদের ছোটে নবাব

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Nawab ইতিহাসের শহর মুর্শিদাবাদে এসে নবাবি শাসনকে ফিরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা-বিহার- ওড়িশার রাজধানীর আঙিনায় বসে স্মরণ করালেন ইতিহাসকে। সেই ইতিহাসের জীবন্ত সাক্ষী ছোটে নবাব সৈয়দ রেজা আলী মির্জা। কচি কলাপাতা রঙের পাঞ্জাবি, সাদা পাজামা, কালো নেহরু কোট, মাথায় নবাবি টুপি, চোখে কালো সানগ্লাস। এভাবেই মুখ্যমন্ত্রীর ডাকে মঞ্চে এলেন। সাক্ষাৎ সারলেন মুখ্যমন্ত্রীর সাথে। নবাব বাহাদুর ইন্সটিটিউশনের মাঠে প্রশাসনিক সভায় নজর কারলেন ছোটে নবাব। মুখ্যমন্ত্রীর সান্নিধ্যে আপ্লুত তিনি।

Murshidabad Nawab বর্তমান নবাব পরিবারের বংশধর সৈয়দ রেজা আলী মির্জা।  সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের শুরুতেই জমির পাট্টা তুলে দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই পাট্টা তুলে দিতে মুখ্যমন্ত্রী মঞ্চে ডেকে নেন ছোটে নবাবকে। মুখ্যমন্ত্রীর হাতে উপহারও তুলে দেন তিনি। মমতার স্পর্শে আবেগঘন হয়ে পড়লেন ছোটে নবাবও। মুখ্যমন্ত্রীর কাছে নানান আবেদনও করেন ছোটে নবাব সৈয়দ রেজা আলী মির্জা।

Murshidabad Nawab কী বললেন ছোটে নবাব?

রেজা আলী মির্জা জানান, ” আমরা খুবই খুশি। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আবেদন করলাম ইতিহাসের শহরের জন্য। আমাদের শহরে এই প্রথম এসেছেন। আমাকে পাশে বসিয়ে সম্মান জানিয়েছেন।” কী কী দাবী রাখেন ছোটে নবাব ? বলেন, ” স্কুলের উন্নয়নের দাবী জানানো হয়েছে। নিজামত ফান্ড বন্ধ আছে, সেই বিষয়েও জানানো হয়েছে।”

Murshidabad Nawab মুঘল ভারতে বাংলা বিহার ও ওড়িশার স্বাধীন শাসক ছিলেন সুজাউদ্দিন খান। মূলত তাঁর আমল থেকেই বাংলায় নবাবি যুগের পত্তন। রাজধানী ছিল আজকের মুর্শিদাবাদ। দেশ-বিদেশের কাছে এখানকার লালবাগ শহরের পরিচিতি ছিল ‘নবাবি মুলুক’ বলে। আজও মানুষের মুখে মুখে সেই কথা ঘোরে।  ব্রিটিশ বাহিনীর কাছে শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দোলার পরাজয়ের পর বাংলা ক্রমেই ভুলতে থাকে তার নবাবি শাসনকে। তবে, সেই ইতিহাসের স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন নবাব পরিবারের সদস্যরা। উপাধিতেও তাঁরা ‘নবাব’। তাঁদের একজন সৈয়দ রেজা আলি মির্জা। মুর্শিদাবাদে ছোটে নবাব নামেই তিনি পরিচিত।

Murshidabad Nawab স্বাধীন ভারতে নবাবি প্রথা বিলোপ হলেও রয়ে গিয়েছেন নবাব পরিবারের সৈয়দ রেজা আলী মির্জা। বর্তমান নবাব পরিবারের অন্যতম প্রবীণ সদস্য। ছোটে নবাব রেজা আলী মির্জার জন্ম শহর মুর্শিদাবাদের বেগম মহলে। যদিও বর্তমানে সেই মহল প্রায় ধবংসের মুখে। ভাঙা ঘর আর ক্ষয়ে যাওয়া বারান্দাই বেঁচে আছে। চারিদিকে ঝোপঝাড়। এক সময়ে এই মহল ছিল বিশাল। এই প্রাসাদে জন্ম হলেও আজ ছোটে নবাব সাধারনের থেকেও অতি সাধারণ জীবনযাপন করেন।