ফের মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ ট্রাক চালকদের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বেলডাঙাঃ মঙ্গলবারের পর বুধবারেও ট্রাক চালকরা জেলায় বিক্ষিপ্তভাবে রাস্তা অবরোধ করেন। এদিন সকালে বেলডাঙায়, সমশেরগঞ্জে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ট্রাক চালকরা। সংশোধিত ভারতীয় ন্যায় সংহিতা হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে সারা দেশের সঙ্গে মুর্শিদাবাদেও শামিল হয়েছেন ট্রাক চালকেরা।

এর আগে আইপিসির বিভিন্ন ধারায় হিট অ্যান্ড রান মামলায় দোষিদের জন্য বরাদ্দ ছিল দু’বছরের সাজা। দিন পনের আগে ধ্বনিভোটে কেন্দ্র সরকার সেই আইন বদলেছে। নতুন ভারতীয় ন্যায় সংহিতার ১০৪(১) ও ১০৪(২) ধারা অনুযায়ী দু-বছরের পরিবর্তে দশ বছর করা হয়েছে। বাড়ানো হয়েছে জরিমানার পরিমাণও।তারই প্রতিবাদে এদিন বেলডাঙায় ও সমশেরগঞ্জে  জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ট্রাক চালকরা।  বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বেলডাঙায় বড়ুয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়  বিক্ষোভ দেখান ট্রাক চালকেরা। পুলিশ এসে অবরোধ সরিয়ে দেয়। সমশেরগঞ্জে সকাল এগারোটায় বিক্ষোভ শুরু হলেও মিনিট পনের পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ উঠে যায়। একইভাবে ন্যায় সংহিতা হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে খড়গ্রামে মিছিল করে মুর্শিদাবাদ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এদিন খড়গ্রামের নগরে ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শেষ আলিনগরে।