নবমীর দুপুরে পরিত্যক্ত ইটভাটায় ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়াল মুর্শিদাবাদের নওদায়। জানা গিয়েছে বুধবার দুপুরে নওদা থানার মধুপুর খাসপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটায় একটি লাইলনের ব্যাগ দেখতে পান স্থানীয়রা। ইট ভাটার পাশেই রাখা ছিল ঐ ব্যাগটি।
স্থানীয়দের দাবি ব্যাগটিকে বোমা রয়েছে। খবর দেওয়া হয় নওদা থানায়। ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ। ঘিরে ফেলা হয় এলাকা। পুলিশের প্রাথমিক অনুমান ব্যাগটিতে বোমা রয়েছে। পুলিশ বম্ব স্কোয়ার্ডকে খবর দেয়। পরিত্যক্ত ইট ভাটার পাশে কে বা কারা এই বোমা রাখল তা খতিয়ে দেখছে পুলিশ।

Read More – Narkel Naru Recipe সেই চেনা নারকেলের নাড়ু বানাবেন কীভাবে ?
কী কারনে এই বোমা মজুত করা হয়েছিল তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। উৎসবের মাঝে বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।