Mamata Muri : প্রধানমন্ত্রীর দফতরে যাবে মুর্শিদাবাদের ‘মমতা মুড়ি’ ? ভগবানগোলা থেকে করা হল পার্সেল !

Published By: Madhyabanga News | Published On:

ফরহাদ হোসেনঃ কেউ এক বাটি । কেউ এক থালা । গামছায় বেঁধে মুড়ি নিয়ে হাজির । গ্রাম থেকে মুড়ি যাবে প্রধানমন্ত্রীর দফতরে ! সাজ সাজ রব । হৈ, হল্লা । পরে জানা গেল আসলে মুড়ি যাবে প্যাকেটবন্দি । ভিড় করে থাকা জনতার সামনে ঘোষণা হল, প্যাকেট আঁটা মুড়ি পাঠানো হবে । কারণ তাতেই যে ট্যাক্স অর্থাৎ জিএসটি বসিয়েছে কেন্দ্রের সরকার । তার প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থেকে রবিবার ওই প্যাকেট বন্দি মুড়ি পাঠানো হল বলেই জানালেন তৃণমূল কংগ্রেস নেতারা ।

রবিবার অনুষ্ঠানে ভগবানগোলা থেকে স্থানীয় তৃণমুল কংগ্রেস বিধায়ক TMC MLA ইদ্রিস আলি Idris Ali ওই মুড়ি ক্যুরিয়ার করলেন । এরপর সেখানে সবাই জমিয়ে চপ মুড়ি খেলেন । রবিবার ভগবানগোলা রেল স্টেশন সংলগ্ন এলাকায় ওই অনুষ্ঠান হয়। মমতা মুড়ি ভান্ডার নামে একটি মুড়ি দোকানের সামনে ওই অনুস্থান হয়। সেই দোকান থেকেই মুড়ি পাঠান হয় । বিধায়ক বলেন, মুড়িতে কর বসানোয় আমরা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছি । আজ ৫ কেজি পাঠালাম। পরে চাইলে আরও পাঠানো হবে । আমাদের মুখ্যমন্ত্রী মুড়ি খেয়ে সারা দিন কাটিয়ে দেন। মুড়িতে ট্যাক্স বসানো নিয়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কলকাতায় শহিদ দিবসে প্রতিবাদ করেছেন।