Murshidabad পশ্চিমবঙ্গ পুলিশের নির্দেশিকা প্রকাশ বৃহস্পতিবার। বড়সড় রদবদল মুর্শিদাবাদ ও জঙ্গিপুর দুই পুলিশ জেলায়। সরানো হল মুর্শিদাবাদের তিন এসডিপিও কে। কে, কোথায় গেলেন? নতুন দায়িত্বে কারা?
Murshidabad ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াইকে সরিয়ে দেওয়া হল বেলডাঙায়। উত্তম গড়াইয়ের জায়গায় এলেন বিমান হালদার, বর্তমানে তিনি বনগাঁর ডিএসপি পদে ছিলেন। বেলডাঙার এসডিপিও মহতাশিম আখতারের বদলি হল রাণাঘাট। সরানো হল ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খানকে। তিনি গেলেন কোচবিহার। তাঁর জায়গায় এলেন রাণাঘাটের ডিএসপি সেখ সামসুদ্দিন।
Murshidabad এছাড়াও পুলিশের একাধিক পদে রদবদল। মুর্শিদাবাদ পুলিশ জেলার ডিএসপি DIB পদে থাকা মহাই মেনুল হক জঙ্গিপুর পুলিশ জেলার অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট SAP তে নিযুক্ত হলেন। মুর্শিদাবাদ ডিএসপি SOG শিমূল সরকারের বদলি জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজ্য IB তে। আলিপুরদুয়ারে ডিএসপি বর্ডারের দায়িত্বে থাকা পিন্টু সরকারের বদলি হল জঙ্গিপুর পুলিশ জেলার DSP DIB পদে। রাজ্য আই বি-র জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে থাকা শ্যামল বিশ্বাসকে সরিয়ে দেওয়া হল মুর্শিদাবাদ পুলিশ জেলার ডি এস পি DIB পদে।