এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad মুর্শিদাবাদ সফরে রাজ্যপাল, তীব্র কটাক্ষ MP সাংসদের

Published on: November 25, 2025
Murshidabad

Murshidabad দুদিনের সফরে মুর্শিদাবাদে (Murshidabad) রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। মঙ্গলবার সকালে রানাঘাট থেকে ট্রেনে তিনি বহরমপুর স্টেশনে আসেন। সেখান থেকে যান সার্কিট হাউসে। সেখান থেকে তাঁর এদিনের প্রথম গন্তব্য জিয়াগঞ্জ।  রাজ্যে SIR আবহে  সীমান্তে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে তিনি বিএসএফের সঙ্গে কথা বলতে পারেন বলেও জানা গেছে। রাজ্যপালের সফরসূচি নিয়েই এবার তীব্র কটাক্ষ তৃনমূল সাংসদের। মুর্শিদাবাদে রাজ্যপাল, অথচ জানানোই হল না মুর্শিদাবাদের সাংসদকে! এমনই অভিযোগে সরব হয়েছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান

Murshidabad  ‘রাজ্যপাল আসছেন মুর্শিদাবাদে, অথছ মুর্শিদাবাদের এমপি -কে ওয়াকিবহাল করছেন না! এটা দুর্ভাগ্যজনক এবং পরিতাপের”- সাংসদ আবু তাহের খান

 

আরও পড়ুনCV Ananda Bose in Murshidabad এস আই আর, হাসিনা আবহে মুর্শিদাবাদে পৌঁছলেন রাজ্যপাল

Murshidabad মঙ্গলবার দুপুরে একদিকে যখন নির্ধারিত কর্মসূচিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অন্যদিকে হরিহরপাড়ায়  সাংসদ আবু তাহের খান  হরিহরপাড়া বাজারের আধুনিক যাত্রী প্রতিক্ষালয়, আন্ডারগ্রাউন্ড পার্কিং এবং পুরুষ–মহিলা পৃথক শৌচালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে উগড়ে দিলেন ক্ষোভ।

আরও পড়ুনC V Ananda Bose সহযাত্রী শিক্ষিকার অনুরোধ, হঠাৎ জিয়াগঞ্জের স্কুলে রাজ্যপাল

Murshidabad  রাজ্যপালের সমালোচনায় মুর্শিদাবাদের সাংসদ –

Murshidabad  মুর্শিদাবাদ সফরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের জেলা সফর নিয়ে কটাক্ষের সুর মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানের গলায়। রাজ্যপালের জেলা সফর প্রসঙ্গে তিনি বলেন, ” রাজ্যপাল এসেছেন অরিজিৎ সিংহের Arijit Singh অনুষ্ঠানে। সেই অনুষ্ঠান জিয়াগঞ্জ সিনেমা হলে হচ্ছে। এরপরে উনি বর্ডার এলাকা পরিদর্শনে যাবেন শুনেছি। গেলে ভালো লাগে। আমি সেই এলাকায় এম পি, আমাকে যদি বলতেন আমি খুশি হতাম। এটা অত্যন্ত বাজে লাগছে যে রাজ্যপাল আসছেন আমার এলাকায় অথছ আমাকে একবার ইনফর্ম করছেন না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকার রাজ্যপালও বিজেপির অঙ্গুলিহেলনে চলছেন। এটা দুর্ভাগ্যজনক। আমি সেই এলাকার এম পি আমাকে একবার জানাবেন না! রাজ্যপাল আসছেন মুর্শিদাবাদে, অথছ মুর্শিদাবাদের এম পি কে ওয়াকিবহাল করছেন না। এটা দুর্ভাগ্যজনক এবং পরিতাপের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now