এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Oman Labours Murshidabad: ওমান থেকে মুর্শিদাবাদে ফিরলেন ১১ শ্রমিক

Published on: November 15, 2025
Oman Labours Murshidabad

Oman Labours Murshidabad অবশেষে ঘরে ফিরলেন ওমানের (Oman) ১১ পরিযায়ী শ্রমিক (Migrant Workers)। শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলায় বাড়িতে পৌঁছেছেন। গত ২৩ আগস্ট ওমানে তাঁদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর থেকে অসহায় হয়ে দিন কাটাচ্ছিলেন। বাড়ি ফেরার জন্যে আকুতি জানান। তাঁদের ভিডিও ছড়িয়ে পড়েছিল। কর্ণ সুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটি, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ ওই শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনতে সক্রিয় ছিল। দুবাই, মুম্বাই হয়ে গতকাল ট্রেনে হাওড়ায় নামার পর ১১ জনের মধ্যে ৬ জন বাসে করে ধর্মতলা থেকে মুর্শিদাবাদে (Murshidabad) ফেরেন। তাঁরা এদিন ভোরে বাড়ি পৌঁছেছেন। বাকি ৫ জন ট্রেনে ফেরেন। তাঁরা গতকাল মাঝারাতে পৌঁছেছেন। কান্দি, ভরতপুর, বেলডাঙা, নবগ্রাম ব্লকের বাড়িতে পৌঁছন তাঁরা।

আরও পড়ুনঃ Oman Labours Return: ওমানের ১১ শ্রমিক ফিরছেন, দুবাইয়ে আটকে ১১

Oman Labours Murshidabad শনিবার সকালে মতিউর রহমান বলেন, ওঁদের পরিবারের পক্ষ থেকে গত ৫ সেপ্টেম্বর আমাকে জানানো হয়। আমি ৮ সেপ্টেম্বর হাইকমিশনে অভিযোগ জানাই। এরপর বিষয়টি জানাজানি হয়। পরে সেখানকার দূতাবাসে তাঁদের খাওয়া থাকার ব্যবস্থা করা হয়। ১১ নভেম্বর বিকেলে তাঁদের বাড়ি ফেরার বিষয়ে নিশ্চয়তা পাওয়া যায়।

Oman Labours Murshidabad চার মাস বেতন না পেয়ে কাজ করতে চাননি ওই শ্রমিকরা। তখন তাঁদের ঘর থেকে বের করে দেওয়া হয়। তারপর থেকে এই টানাপোড়েন। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আসিফ ফারুক জানান, আমরা ওঁদের ফেরার বিষয়ে যোগাযোগ রেখেছিলাম। সবাই বাড়ি ফিরেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now