এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Medical Securityমুর্শিদাবাদ মেডিক্যালে নিরাপত্তায় জোর ?

Published on: December 12, 2024
Murshidabad Medical Security

Murshidabad Medical Security  কতোটা নিরাপদ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ? সরেজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিত কর পুরকায়স্থ Surajit Kar Purkayastha । বৃহস্পতিবার বহরমপুরে মেডিক্যাল কলেজ ঘুরে দেখলেন তিনি। সঙ্গে ছিলেন জেলা শাসক রাজর্ষি মিত্র Shri Rajarshi Mitra, IAS  , মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সুর্য প্রতাপ যাদব Shri Surya Pratap Yadav , ছিলেন পুলিশ প্রশাসনের কর্তারাও। হাসপাতালে কোথায় মোতায়েন নিরাপত্তা রক্ষী ? কোথায় রয়েছে আলোর ঘাটতি ? খতিয়ে দেখেন আধিকারিকরা।

Murshidabad Medical Security নিরাপত্তা খতিয়ে দেখলেন আধিকারিকরা।

Murshidabad Medical Security আরজি কর কান্ডের পর প্রশ্ন উঠেছিল মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা নিয়ে। এরপরই রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখতে সুরজিত কর পুরকায়স্থকে দায়িত্ব দেয় রাজ্য সরকার। বুধবার তিনি দেখলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের নিরাপত্তার ব্যবস্থা। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের নিরপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন প্রাক্তন ডিজি সুরজিত কর পুরকায়স্থ। হাসপাতাল কতৃপক্ষ জানান,  ১০০ বেডের নতুন বিল্ডিং  থেকে রাত্রী সাথি- সিসি টি ভি ক্যামেরা থেকে আলো- মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে ।

Murshidabad Medical Security এদিন মালদা ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে বহরমপুরে আসে রাজ্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হয় এক উচ্চ পর্যায়ের বৈঠক। সেখানেই উঠে আসে নানান বিষয়। যে বৈঠকে অংশ নেন রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিত কর পুরকায়স্থ। দুই মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষের সাথে হয় আলোচনা। দীর্ঘ আলোচনা, বৈঠকের পর কী জানালেন প্রাক্তন ডি জি?  সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুরজিত কর পুরকায়স্থ জানান, নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বেশ কিছু জায়গায় উন্নতি হয়েছে। পরবর্তীতে আর কী কী ক্ষেত্রে উন্নতি হতে পারে তা নিয়েও আলোচনা হয়। সারা রাজ্যে মেডিক্যাল কলেজগুলিতে পরিদর্শনের পর পরবর্তীতে বিষয়টি প্রকাশ্যে আনা হবে। বৈঠক নিয়ে আশাবাদী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ অমিত দান । তিনি  জানান, একাধিক নতুন নতুন বিষয় উঠে এসেছে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now