Murshidabad Medical হাতে নকল শিরদাঁড়া । বহরমপুরে মিছিল চিকিৎসকদের

Published By: Madhyabanga News | Published On:

Murshidabad Medical ” নো জাস্টিস নো সার্ভিস, কোন মতেই ঝুঁকবে না শিরদাঁড়া”, এই অবস্থান স্পষ্ট করল বহরমপুরে । আরজিকর কান্ডে দ্রুত বিচার চেয়ে প্রতীকী শিরদাঁড়া নিয়ে পথে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের  হাসপাতালের জুনিয়র ডাক্তার  থেকে প্রবীন চিকিৎসক ,  স্বাস্থ্যকর্মীরা। আরজিকর কান্ডে বিচার চেয়ে কলকাতায় পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। সারারাত ধরে ধর্না চলেছে জুনিয়র ডাক্তারদের। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষ থেকে প্রতীকী শিরদাঁড়া নিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শুরু  হয় মিছিল। মিছিল থেকে স্লোগান ওঠে নো জাস্টিস নো সার্ভিসেরও। আন্দোলন চলার পাসাপাসি জরুরী বিভাগে চিকিৎসা জারি রয়েছে বলেই দাবি জুনিয়র ডাক্তারদের।

কলেজের অধ্যক্ষ ডাঃ অমিত দান সহ কলেজের সিনিয়র ডাক্তারদের পাসাপাসি জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, স্বাস্থ্য কর্মীরাও এদিন এই প্রতিবাদ মিছিলে পা মেলান। এই মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।