Murshidabad Medical: মুর্শিদাবাদ মেডিক্যালেও জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ। উত্তেজনাও

Published By: Madhyabanga News | Published On:

Murshidabad Medical: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ ঘিরে ছড়াল উত্তেজনা। জুনিয়ার ডাক্তারদের আন্দোলন ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে Murshidabad Medical College Hospital । আরজি কর কান্ডের প্রতিবাদে ও হাসপাতালে নিরাপত্তার দাবিতে  রবিবার নতুন করে অবস্থান বিক্ষোভে  বসেন জুনিয়ার ডাক্তাররা। তোলা হয় নিরাপত্তার দাবি। পাল্টা বিক্ষোভ দেখান রোগী পরিবারের সদস্যরা। দেওয়া হয় শ্লোগানো। হাসপাতালের ইমার্জেন্সির গেট বন্ধ করে দিতে যান রোগী পরিবারের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে বহরমপুর থানার পুলিশ। সরিয়ে দেওয়া হয় রোগী পরিবারের সদস্যদের।  আরজিকর কান্ডের R G Kar Medical College and Hospital পর নিরাপত্তা বাড়ানোর দাবিতে ফের কর্মবিরতিতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। জুনিয়র চিকিৎসক বিশাখা মাজেটিয়া বলেন, “আমাদের হাসপাতালেও জুনিয়র ডাক্তারদের পর্যাপ্ত নিরাপত্তা নেই। মাঝেমধ্যেই রোগীপরিবারের সদস্যরা অশান্তি করে”। এদিন  পাল্টা বিক্ষোভ দেখান হাসপাতাল চত্বরে উপস্থিত বেশকিছু ব্যক্তি। তাঁদের দাবি, তারা রোগী পরিবারের সদস্য। জুনিয়ার ডাক্তারদের আন্দোলনের জেরে মিলছে না চিকিৎসা  পরিষেবা।
)