Murshidabad Medical Protest গানে, স্লোগানে বহরমপুরে প্রতিবাদে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা

Published By: Madhyabanga News | Published On:

Murshidabad Medical Protest কখনও গান। কখনও স্লোগান। রাস্তাজুড়ে ন্যায় বিচারের জন্য চিৎকার। যে হাত রোগীর সেবা করে। সেই হাতে জ্বলে উঠল মোবাইলের ফ্ল্যাশ। বহরমপুরের Berhampore  মোহন মোড়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের গলায় শোনা গেল, ১৯৫০-১৯৬০ সালে আমেরিকার সিভিল  রাইটস মুভমেন্টের জনপ্রিয় গান, “উই শ্যাল ওভারকাম”। বুধবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ Murshidabad Medical College থেকে শুরু হয় মিছিল। ওয়াইএমএ মাঠ , টেক্সটাইল মোড়,  ব্যারক স্কোয়ার , মোহন মোড় হয়ে মুর্শিদাবাদ মেডিক্যালেই শেষ হয় মিছিল।

Murshidabad Medical Protest মিছিল জুড়ে কখনও উঠেছে, ন্যায় বিচারের দাবি। কখনও শোনা গিয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে স্বর। শোনা গিয়েছে, “নো জাস্টিস। নো সার্ভিস” । যার সহজ বাংলা, ন্যায় বিচার না মেলা অবধি পরিষেবা বন্ধ। ছিল ধর্ষণের বিরুদ্ধে সরব প্রতিবাদ। এদিন মিছিলে পা মিলিয়ে  মুর্শিদাবাদ  মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অমিত কুমার দাঁ জানান, “ ছাত্ররা নিরাপত্তার জন্য রাস্তায় নেমেছে। আমরা তাঁদের সঙ্গে আছি। আমি চাইছি জুনিয়ার ডাক্তাররা নিরাপত্তার মধ্যে কাজ করুন। ”। তিনি জানান, জুনিয়ার ডাক্তারদের বেশকিছু দাবি মেনে নিয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ কতৃপক্ষ।