Murshidabad Medical মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে (Murshidabad Medical College) চিকিৎসার গাফিলতি নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে। এই নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন রোগীর পরিজনেরা। আরএসপির ছাত্র সংগঠনের পক্ষ থেকে ওই হাসপাতালের পরিকাঠামোর মান বাড়ানোর দাবি তোলা হল। শনিবার আরএসপির ছাত্র সংগঠন পিএসইউ (PSU) ও আরওয়াইএফ এর পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারকে। তাঁদের দাবি, হাসপাতালে শয্যা বাড়াতে হবে। রোগী থাকার ঘর আরও পরিচ্ছন্ন করতে হবে। জরুরি বিভাগে ২৪ ঘণ্টা অভিজ্ঞ ডাক্তার থাকতে হবে। জীবন দায়ী ওষুধ হাসপাতালে পাওয়া সুনিশ্চিত করতে হবে। এগুলি সহ সাত দফা দাবিতে মেডিক্যাল কলেজে এদিন স্মারকলিপি দেওয়া হয়। পাঁচ জনের প্রতিনিধি দল স্মারকলিপি দেয়। পিএসইউ এর জেলা সম্পাদক রুবেল শেখ, এছাড়া আরওয়াইএফ এর পক্ষ থেকে একেএম হাসানুজ্জামাণ ও মনোজীৎ চৌধুরী ওই দলে ছিলেন।
আরও পড়ুনঃ Health Tips ওষুধ না খেয়েও পায়ের ব্যথা কমানো সম্ভব?
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শয্যাসংখ্যা বৃদ্ধি ও ক্যান্সারসহ জীবনদায়ী ওষুধের সরবরাহ নিশ্চিত সহ সাত দফা দাবিতে আজ আরএসপি’র ছাত্র-যুব সংগঠন পিএসইউ (PSU) ও আর ওয়াইএফ (RYF) স্বর্ণময়ী বাজার থেকে হাসপাতাল পর্যন্ত মিছিল করে হাসপাতাল সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে। (PSU) এর জেলা সম্পাদক রুবেল শেখ বলেন, যখন রাজনীতির কারবারিরা জনগণের শিক্ষা, স্বাস্থ্যর সমস্যাগুলিকে আড়াল করতে ধর্মীয় বিভাজনের রাজনীতিতে ব্যস্ত, তখন আমরা সেই স্বাস্থ্য পরিষেবার নানা গুরুত্মপূর্ণ সমস্যাগুলিকে সামনে রেখে শাসকের দায়িত্ব আন্দোলনের মধ্য দিয়ে বারবার মনে করিয়ে দেব।
Murshidabad Medical উল্লেখ্য, এদিন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাসের অনুষ্ঠান থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন হুমায়ুন কবির। সেখানে জাতীয় স্তরের মিডিয়াকে অনুরোধ করেন মেডিক্যাল কলেজে গিয়ে রোগীদের দুরবস্থা দেখে আসতে। তিনি বলেন, একটি বেডে তিন জন করে রোগী শুয়ে আছেন। বেড না পেয়ে রোগী মেঝেতে রয়েছেন। স্বাস্থ্য পরিষেবায় স্বাস্থ্যের অবনতি হচ্ছে।
Murshidabad Medical তবে এই বিষয়ে এদিন হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।















