Murshidabad Medical অভয়া ক্লিনিক চালিয়েই মুর্শিদাবাদ মেডিক্যালে

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Medical আরজিকর কাণ্ডে দাবি পূরণ না হওয়ায়, আন্দোলনে অনড় থাকলেন জুনিয়র চিকিৎসকরা।  পাঁচ দফা দাবি জানিয়েছেন তারা। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে আরজি কর কাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করা, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। কলকাতায় স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের ডাক দিয়ে চলছে প্রতিবাদ। অন্যদিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চলছে প্রতিবাদ, প্রতিবাদের মাঝেই চলছে ‘অভয়া ক্লিনিক’। দাবি পূরণ না হওয়া অব্ধি এভাবেই অভয়া ক্লিনিকের মাধ্যমে রোগী দেখবেন- সাফ জানালেন মুর্শিদাবাদ মেডিক্যালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তারা জানান, আন্দোলন চলবে, রোগী পরিষেবাও চলছে। কাজে না ফেরার কথা বলা হচ্ছে না, দাবি পূরণ হলেই মূল ধারায় কাজে ফিরতে চান।

৫ ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভয়া ক্লিনিক- এর ফলে উপকৃত হচ্ছেন দৈনন্দিন হাজার খানেক মানুষ। ক্যাম্প করে প্রতিটি বিভাগের জুনিয়র চিকিৎসকরা রোগী দেখছেন সকাল থেকেই। বিচার চেয়ে প্রতিবাদ আন্দোলনের মাঝেই রোগী পরিষেবা চলছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে হাসপাতালের পরিষেবা সামাল দিচ্ছেন সিনিয়র চিকিৎসকরা।