Murshidabad Loksabha: মুখোমুখি মহম্মদ সেলিম, আবু তাহের খান । হল কথা ?

Published By: Madhyabanga News | Published On:

Murshidabad Loksabha পথে হলো দেখা। হরিহরপাড়ায় ভোট প্রচারে বেড়িয়ে মুখোমুখি সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম ( Md. Salim) , তৃণমূল প্রার্থী আবু তাহের খান ( Abu Taher Khan) । প্রচার থামিয়ে হল সৌজন্য বিনিময়ও ।  রবিবার সকালে হরিহরপাড়ায় প্রচারে নামলেন মুর্শিদাবাদ কেন্দ্রের সিপিএম  প্রার্থী  মহম্মদ সেলিম।  সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কংগ্রেসের মোশারফ হোসেনও।

পায়ে হেঁটে প্রচার করছিলেন সেলিম। পিছনে ছিলেন দলের কর্মীরা। উল্টোদিকে এসে দাঁড়ায় তৃণমূল প্রার্থী আবু তাহের খানের গাড়ি। আবু তাহের খানের গাড়ি আটকে পরে সিপিএম কর্মীদের মিছিলে।   গাড়ির সামনে এগিয়ে আসেন মহম্মদ সেলিম। দুই প্রার্থীর মধ্যে হয় সৌজন্য বিনিময়।  হাতও মেলান আবু তাহের খান, মহম্মদ সেলিম। তবে দুজনের বিশেষ কথা হয় নি। সেলিম জানান, কর্মীদের বলছেন যেন গাড়ি না আটকে যায়। সম্মতি জানান আবু তাহের খানও।  এদিন হরিহরপড়ায় ট্যাংরামারি থেকে শুরু গজনীপুর পর্যন্ত চলে  সেলিমের  ভোট প্রচার। প্রচারে এদিনও তৃণমূল, বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মহম্মদ সেলিম।