Murshidabad Loksabha: বুথে দ্বন্দ্ব মেটাতে টিপস তাহের

Published By: Madhyabanga News | Published On:

Murshidabad Loksabha:  বুথে বুথে বসে বুথের সমস্যা, অঞ্চলের সভাপতিরা বসে অঞ্চলের সমস্যা মেটাতে হবে । বুথে নিজেদের মধ্যে বিতর্ক থাকলে সেটা মিটিয়ে নিতে হবে। লোকসভা ভোটের আগে হরিহরপাড়ায় কর্মীসভা থেকে এই বার্তা দিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল ( AITC)  প্রার্থী আবু তাহের খান ( Abu Taher Khan) । তাহের বলেন, মূল প্রচার শুরুর আগে এই কাজ সেরে ফেরতে হবে। সোমবার হরিহরপাড়া বিধানসভায় ব্লক সভাপতি ও কৃষক, খেতমজুর ও শ্রমিক ফ্রন্টের কর্মীদের নিয়ে বৈঠক করেন আবু তাহের খান।  হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখকে ( Niyamot Sekh)  পাশে বসিয়ে এদিন কর্মীসভা করেছেন আবু তাহের খান। তাহের বলেন, “ বুথের কর্মকর্তাদের নিজেদের ভোট মনে করেই ভোট করতে হবে”।

আরও পড়ুনঃ জেলা তৃণমূল সভাপতি ও চেয়ারম্যানকে অপসারণের হুঁশিয়ারি ভরতপুর বিধায়কের!

হরিহরপাড়া কাঁটার মতো বিঁধেছিল আবু তাহের খানের গলায়। প্রার্থী হিসেবে আবু তাহের খানের নাম ঘোষণার পরে তা নিয়ে নিজের অসন্তোষও জানিয়েছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। তৃণমূলের দাবি, মিটেছে সেই দ্বন্দ্ব। প্রচারে নেমেছেন নিয়ামত শেখও। এদিন আবু তাহেরর মুখে বারবার শোনা গিয়েছে দলের অন্দরে  ঐক্যের কথা। ভাষণেই স্পষ্ট, এখনও দলের কর্মীদের মধ্যে অনৈক্য ভাবাচ্ছে আবু তাহের খানকে।

আরও পড়ুনঃ INDIA Bloc: “ইন্ডিয়া নামটাও আমার দেওয়া”,  দাবি মমতার

এদিন তাহের বলেছেন, “আগামী দিন ভয়ঙ্কর আসছে। বিজেপি রাজ্যকে বঞ্চিত করছে। সিপিএম এবং কংগ্রেসের অশুভ আঁতাত ধংস করতে হবে। বিজেপিকে বিসর্জন দিতে হবে”। রবিবার এই হরিহরপাড়াতেই ভোট প্রচার করেন মহম্মদ সেলিম।