Lalgola News লালগোলায় বাইক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের। আহত হয়েছেন আরও দুজন। মৃতরা সকলেই লালগোলার মিদাদপুরের বাসিন্দা। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কিভাবে এই দুর্ঘটনা ?
Lalgola News জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে লালগোলা থেকে মিদাদপুরে একই বাইকে বাড়ি ফিরছিল তিন যুবক। পথে ভবানীপুর – রাজারামপুর রাজ্য সড়কের নিমতলা এলাকায় একটি স্কুটিকে ধাক্কা মারে সামনেই টোটোয় ধাক্কা মারে।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আশা হলে চিকিৎসকেরা ইমানুল হাসান ও এহেসানুল হককে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আরমান শেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে তারও মৃত্যু হয়।
Lalgola News দুর্ঘটনায় আহত আরিফ শেখ ও মর্জিনা বেওয়াকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ দেহ গুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
মৃতের আত্মীয় আঞ্জারুল হক জানান, মৃতরা তিনজনই একই পরিবারের। রাতে লালগোলা থেকে মিদাদপুরে বাইকে করে বাড়ি ফিরছিল। পথে স্কুটির সাথে বাইকের ধাক্কা লাগে। নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা টোটোয় ধাক্কা মারে। তিনজনেরই মৃত্যু হয়।















