পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে শোকস্তব্ধ মুর্শিদাবাদ
নিজস্ব প্রতিবেদনঃ মঙ্গলবার থেকে সাত জন পরিযায়ী শ্রমিকের (Migrant Workers) বাড়িতে ভাতের হাঁড়ি চড়েনি। আগুনে জখম শ্রমিকদের বাঁচিয়ে তুলতে দিন রাত প্রার্থনা করেছে গরিব পরিবারগুলি। মুর্শিদাবাদ থেকে সবার বেঙ্গালুরু যাওয়া সম্ভব হয়নি। ওই যুবকরাই পরিবারের ভরসা। শেষ রক্ষা হল না। একে একে নিভল দেউটি। আশঙ্কাই সত্যি হল। সব প্রার্থনা বিফলে। বেঙ্গালুরুতে (Bengaluru) অগ্নিদগ্ধ হওয়া মুর্শিদাবাদের (Murshidabad) সাত শ্রমিকের মধ্যে ছয় জনেরই মৃত্যু হল। বাকি এক জনের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
Murshidabad Labours Demise Bengaluru শুক্রবার ও শনিবার বেঙ্গালুরুর হাসপাতালে প্রাণ গিয়েছে ছয় পরিযায়ী শ্রমিকের। শুক্রবার ভোরে মৃত্যু হয় হরিহরপাড়ার খিদিরপুরের বাসিন্দা জাহেদ আলির। এরপর বহরমপুর থানার নাগড়াজোলের বাসিন্দা মিনারুল সেখ, তাজিবুল সেখ ও জিয়াবুর সেখেরও মৃত্যু হয় শুক্রবার। শনিবার ভোরে মৃত্যু হয়েছে বহরমপুরের নাগড়াজোলের বাসিন্দা সাফিজুল শেখ। এদিন মৃত্যু হয়েছে হাসান মল্লিকের। চিকিৎসাধীন নূরজামান সেখ।
Murshidabad Labours Demise Bengaluru সোমবার রাতে বেঙ্গালুরুতে বীরদি কিরমানি এলাকায় শ্রমিকদের থাকার ঘরেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাঁদের চিকিৎসা চলছিল বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে। এলাকা জুড়ে শোকের ছায়া।
আরও পড়ুনঃ Murshidabad Labour বেঙ্গালুরুর হাসপাতালেই পরপর ৪ শ্রমিক শেষ…
Murshidabad Labours Demise Bengaluru শনিবার হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ বলেন, মুর্শিদাবাদের ৭ জন বেঙ্গালুরুতে কাজে গিয়েছিলেন। গ্যাস লিক হয়ে আগুন ধরে। তাতে প্রত্যেকেই জখম হন। সেখানকার ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পাঁচ জনের মৃত্যু হয়েছে। আজ ময়নাতদন্তের পরে দেহ ছাড়া হবে। এর মধ্যে হরিহরপাড়ার খিদিরপুরের একজন আছেন। এছাড়া বহরমপুর ব্লকের ৪ জন আছেন। তাঁদের পরিবারের কাছে আগামীকাল রবিবার দেহ পৌঁছে যাবে বলে আমরা আশাবাদী। একটা ঘরে ৭ জন ছিলেন। খুব দুঃখজনক ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্য শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম সাহায্য করছেন।
Murshidabad Labours Demise Bengaluru বৃহস্পতিবার বেঙ্গালুরুতে নির্মাণ শ্রমিক বোর্ডের আধিকারিকদের সঙ্গে দেখা করে মৃতদের জন্যে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকে।