এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Labour বেঙ্গালুরুর হাসপাতালেই পরপর ৪ শ্রমিক শেষ…

Published on: October 10, 2025
Murshidabad Labour

Murshidabad Labour ভোর থেকে একের পর এক ৪ পরিযায়ী শ্রমিক শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বেঙ্গালুরুর হাসপাতালেই। শুক্রবার  বেঙ্গালুরুর হাসপাতালেই প্রাণ গেল মুর্শিদাবাদের চার   পরিযায়ী শ্রমিকের । হরিহরপাড়ার Hariharpara  খিদিরপুরের বাসিন্দা জাহেদ আলি, বহরমপুর থানার নাগড়াজোলের বাসিন্দা মিণারুল সেখ ও তাজিবুল সেখের মৃত্যু হল শুক্রবার। দুপুরে মৃত্যু হয়েছে জিয়াবুর সেখের।

Murshidabad Labour কী হয়েছিল শ্রমিকদের ?

Murshidabad Labour গত সোমবার রাতে বেঙ্গালুরুর Bengaluru  বীরদি কারামানি এলাকায় শ্রমিকদের থাকার ঘরেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ হন বহরমপুরের নগরাজলের বাসিন্দা মিণারুল সেখ, জিয়াবুর সেখ , তাজিবুল সেখ, হাসান মল্লিক, নুর জামাল সেখ, সফিজুল সেখ এবং হরিহরপাড়ার খিদিরপুরের বাসিন্দা জাহেদ আলি। ৭ জনেরই চিকিৎসা চলছিল ভিক্টোরিয়া হাসপাতালে। শুক্রবার ভোরে হাসপাতালে প্রথমে মৃত্যু হয় হরিহরপাড়ার বাসিন্দা জাহেদ আলির। কিছুক্ষণ পর মৃত্যু হয় বহরমপুরের বাসিন্দা মিণারুল সেখ ও তাজিবুল সেখেরও। দুপুরে মৃত্যু হয়েছে জিয়াবুর সেখের।  মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

Murshidabad Labour  ভিন রাজ্যে কাজে গিয়ে অগ্নিদন্ধ হয়ে ৪  শ্রমিকের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার পরিজনেরা। এখন গ্রামে দেহ ফেরার অপেক্ষায় পরিযায়ীর পরিবার।

মৃত জাহেদ আলির মা জানিয়েছেন, ২ মাস ১০ দিনে আগে কাজে গিয়েছিল ছেলে। সেখানেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। যদিও এনিয়ে হরিহরপাড়ার বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান নিয়ামত শেখ দাবি করেছেন , সরকারি ভাবে খুব শীঘ্রই বেঙ্গালুরু থেকে মৃতদেহ ফেরান হবে। পরিবার গুলিকে সরকারি সাহায্য করা হবে।  বৃহস্পতিবার বেঙ্গালুরুতে নির্মাণ শ্রমিক বোর্ডের সিইও এবং যুগ্ম কমিশনারের সঙ্গে দেখা করে আহত শ্রমিকদের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং প্রাণহানীর ক্ষেত্রে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু।

আরও পড়ুনঃ Berhampore Labour বেঙ্গালুরুর ওই শ্রমিকদের জন্য ১০ লক্ষ দাবি সিটুর

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now