Murshidabad Khadi Mela ১৬ দিনে কয়েক কোটির বিক্রি! রেকর্ড গড়ল মুর্শিদাবাদ খাদি মেলা

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Khadi Mela  বিপুল সংখ্যক ভিড়, কোটি কোটি টাকার বেচাকেনার মধ্য দিয়ে খাদি মেলার সম্পাতিও চমকে মোড়া। মেলার শেষ থেকেই শুরুর পরিকল্পনা শিল্পীদের। শেষ লগ্নেও জমজমাট মেলা প্রাঙ্গণ। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে ৯ম তম বর্ষে ১৬ দিন ধরে ব্যারাক স্কোয়ার ময়দান যেন মিলন মেলার রূপ নেয়। খাদি দ্রব্যের সম্ভারের সাথেই বাঁশ, বেতের শিল্প, হস্তশিল্পের সম্ভারে সেজে ওঠে মেলা প্রাঙ্গণ। উত্তরবঙ্গের বাঁশ, বেতের শিল্প থেকে বিভিন্ন খাদি প্রতিষ্ঠান, জেলা শিল্প কেন্দ্র থেকে মৎস্য দপ্তর, উদ্যান পালন থেকে হস্ত তাঁত শিল্পের সম্ভার নিয়ে সেজে মেলার মাঠ। বেচাকেনা নিয়ে উচ্ছ্বসিত স্টল দাতারা। বলছেন, এবছর বিক্রি আশানুরূপ হয়েছে। আগামী দিনেও স্টল দেবেন খাদি মেলায়।

Murshidabad Khadi Mela এবছর বড় পরিসরে ১৭২ টি স্টল ছিল মেলায়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার স্টল নজরকারে ক্রেতা ও দর্শনার্থীদের। সোমবার সন্ধ্যায় মেলার শেষ পর্বে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের মুর্শিদাবাদ জেলা আধিকারিক দেবর্ষি রায়, মুর্শিদাবাদ জেলা অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক, সদর মহকুমা শাসক শুভঙ্কর রায়। শিল্পী থেকে বিভিন্ন প্রতিযোগিতা, ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত এবং শংসাপত্র হাতে দেওয়া হয়।

Murshidabad Khadi Mela প্রশাসনিক আধিকারিক জানান-

মেলা প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক বলেন, ” এবছর মেলার নতুনত্ব, এরিয়া বড়, প্রচুর স্টল। স্বাধীনতা পূর্ববর্তি সময় থেকেই খাদি সহ গ্রামীণ ঐতিহ্য, শিল্পকলার ধারাবাহিক ঐতিহ্য বয়ে নিয়ে চলেছি আমরা। যে সমস্ত হস্তশিল্পী এটাকে জীবিকা হিসেবে দেখেন তারা একদিকে এবং অন্যদিকে রয়েছি আমরা। অতএব, মেলার মূল উদ্দ্যেশ্যই হল যারা তৈরি করছেন উৎপাদক এবং যারা গ্রহণ করছেন গ্রাহক- এই পারস্পরিক সম্পর্ক টিকিয়ে রাখতে পারলেই মেলার সার্থকতা এবং ভবিষ্যতে সবাইকে উজ্জীবিত করবে।”

Murshidabad Khadi Mela এদিন সন্ধ্যায় বিভিন্ন স্টলে উপচে পড়ে ভিড়। খাওয়া দাওয়া থেকে কেনাকাটা- শেষ কয়েক ঘণ্টা কোনভাবেই হাতছাড়া করলেন না বহরমপুর তথা মুর্শিদাবাদের মানুষ। স্টলে স্টলে ভিড় বাড়ে সন্ধ্যে থেকেই।

Murshidabad Khadi Mela  রেকর্ড বিক্রি এবছর!

গত বছর ২ কোটি ৪৮ লক্ষর বেচাকেনা হয়েছিল। এবছর সেই রেকর্ড ভাঙল। খাদি মেলায় এবছর বিক্রি হল ২ কোটি ৬০ লক্ষেরও বেশী!

Murshidabad Khadi Mela  খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের মুর্শিদাবাদ জেলা আধিকারিক কী জানালেন?

Murshidabad Khadi Mela এবছর খাদি মেলার সফলতা নিয়ে আশাবাদী পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের মুর্শিদাবাদ জেলা আধিকারিক দেবর্ষি রায়। বলেন, ” অন্যান্যবারের মতো এবারের আয়োজন প্রায় একই রকম হলেও এবারে বিক্রিবাটা অনেকটা বেশী। গতবার পুরো মেলার মোট বিক্রি ছিল ২ কোটি ৪৮ লক্ষ টাকা এবছরে ১৬ দিন ব্যাপী মেলায় মোট বিক্রি রবিবার অবধি ছিল ২ কোটি ৬০ লক্ষ টাকা। শেষ দিন মিলিয়ে আশা করা যায় এই সংখ্যা ২ কোটি ৮০ লক্ষ পেরোবে। এই হিসেবে বলা যায়, এই মেলা জনপ্রিয় হচ্ছে এবং এই জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।” আরও বলেন, এই মেলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ বিক্রির নিরিখে অন্যান্য বারের তুলনায় অনেকটা বেশী বিক্রি এবং ক্রেতা ও দর্শনার্থী পেয়েছি। পশ্চিমবঙ্গের খাদি ও কুটীর শিল্প, খাদি বিক্রেতা ও খাদি সংস্থা, শিল্পীরা বিভিন্ন ভাবে এই ধরনের সফল বিক্রির ক্ষেত্র পেয়ে তারা তাঁদের উৎপাদনে আরও উৎসাহী হবেন এবং এইভাবে একটা সরকারি অনুষ্ঠানের যথার্থতা মূল্যায়ন হবে”।

আরও পড়ুন- katum Kutum Handcraft বহরমপুরে ‘ কাটুম- কুটুম’ ! উত্তরের এই শিল্প নজর কাড়ছে খাদি মেলায়