Murshidabad Khadi Mela 2025 Murshidabad Khadi Mela ভাঙা মেলায় সাড়ে ৩০০ টাকায় বিকোল দামি শাড়ি!
Murshidabad Khadi Mela 2025 Murshidabad Khadi Mela ঠাণ্ডার আমেজ কয়েকদিন ধরেই জাঁকিয়ে পড়েছে। বহরমপুর শহরে সাধারণত উপভোগ্য শীতই পড়ে। ফলে এই সময় ফুরসত পেলেই মন ঘুরতে চায়। ব্যারাক স্কোয়ারে গত ২৬ নভেম্বর থেকে জেলা খাদি মেলা চলছে। যে মেলাকে ঘিরে মুর্শিদাবাদ (Murshidabad) জেলাবাসীর নজর থাকে। এদিন কেমন যেন মন খারাপ অনেকের। কারণ সন্ধ্যা হলে বহরমপুরের ফুসফুস এই ব্যারাক স্কোয়ারে অনেকের যাওয়া রোজনামচা। ১৫ দিন ধরে জমজমাট ছিল ওই চত্বর। দুপুর থেকে রাত হাজার-হাজার মানুষের সমাগম। বুধবার খাদি মেলার শেষ দিনে ভিড় উপচে না পড়লেও জমজমাট ছিল মেলা চত্বর। এদিন ক্রেতাদের উপরি পাওনা হচ্ছে ভাঙা মেলায় অনেক দামি সামগ্রীও সস্তায় বিক্রি হল। দামী শাড়ি বিক্রি হয়েছে সাড়ে ৩০০ টাকাতেও!
আরও পড়ুনঃ Murshidabad silk মুর্শিদাবাদের সিল্কের GI-এর জন্য সংসদে সরব ইউসুফ পাঠান
Murshidabad Khadi Mela 2025 খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের মুর্শিদাবাদ জেলা আধিকারিক দেবর্ষি রায় জানিয়েছেন, এবার বিক্রি গত ১০ বছরের হিসেবকে ছাপিয়ে গিয়েছে। মোট বিক্রি হয়েছে ৩ কোটি ৮৬ লক্ষ টাকার। তাঁর দাবি, সব জেলায় খাদি মেলায় বিক্রির নিরিখে প্রথম মুর্শিদাবাদ। খাদি ঐতিহ্যের। খাদির প্রতি মানুষের এতো আগ্রহ তাৎপর্যের বলে তিনি জানিয়েছেন। দেবর্ষি রায় আরও বলেন, এই বছরে বিক্রির মাত্রা গত ১০ বছরে সর্বোচ্চ। ২ কোটি ৮১ লক্ষ টাকার বিক্রি হয়েছিল গত বছর। দশম খাদি মেলা শেষ হল। অন্যান্য বছরের থেকে এবারের খাদি মেলা অনেক দিক থেকে আলাদা। যা অতীতের খাদি মেলাতে আমরা অত দেখতে পায়নি। প্রতিবার এই মেলার কলেবর বেড়েছে। বহরমপুর সহ মুর্শিদাবাদবাসী ও আশেপাশের অনেকে আসেন। এই মেলায় খাদি ও গ্রামীণ, হস্ত শিল্পজাত সামগ্রী নেওয়ার বিষয়ে তাঁদের ঝোঁক, তাঁদের প্রবণতা।

Murshidabad Khadi Mela 2025 Murshidabad Khadi Mela বিক্রিতে খুশি উদ্যোক্তারাও
Murshidabad Khadi Mela বিক্রির ঘটনায় খুশি উদ্যোক্তারাও। প্রথমত মনে করা হচ্ছে, আবহাওয়া এবার ভালো থাকায় মেলায় বেশি সংখ্যক মানুষ এসেছেন। শিশুদের জন্যে কর্নার থাকায় সপরিবারে অনেকে এসেছেন। শিশুদের দেখাতে নিয়ে এসেছেন। তাঁরা কিছু না কিছু কেনা কাটা করেছেন। ১০ ডিসেম্বর সমাপ্তি পর্বেও ছিল উপচে পড়া ভিড়। এবছর খাদি মেলায় ১৭৯ টি ইউনিট অংশগ্রহণ করে। মোট স্টলের সংখ্যা ছিল ১৬৯ টি । মোট ১৩ টি জেলা, পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড এবং জম্মু ও কাশ্মীর-ও খাদি মেলার সঙ্গী হয়। খাদি মেলার শেষ লগ্নে সাংস্কৃতিক মঞ্চে হয় জমাটি অনুষ্ঠান। রাত ৯টা পর্যন্ত মেলা চলে। হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ দীননারায়ণ ঘোষ, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি রাজস্ব) পি প্রমোদ। মঞ্চ থেকেই মেলায় অংশগ্রহণকারী স্টলদাতাদের সম্মান জানানো হয়।
Murshidabad Khadi Mela 2025 Murshidabad Khadi Mela ক্রেতা শোভা পাল বলেন, শেষ দিন। অনেকে কম দাম সব জিনিস ছেড়ে দিয়েছেন। তাই ভালো লেগেছে। চাদর কিনেছি। হাতের কাজের কিছু জিনিস কিনেছি। শীতে প্রথমবার পিঠে খেলাম মেলায় এসে।
Murshidabad Khadi Mela 2025 Murshidabad Khadi Mela ক্রেতা প্রিয়াঙ্কা দাস বলেন, আমি এখানে ঘুরতে এসেছিলাম। দেখলাম মেলা হচ্ছে। মেলাতে ঘুরতে চলে এসেছি। কলকাতার চেয়ে এখানকার মেলা আলাদা। এখানে পিওর সিল্ক।
Murshidabad Khadi Mela 2025 Murshidabad Khadi Mela বহরমপুরের বাসিন্দা বিধিকা বিশ্বাস বলেন, আগের চেয়ে মেলা অনেক বড় হয়েছে। খুব ভালো। পিঠেপুলি খেয়েছেন কি না বলাতে খানিকটা আঁতে ঘা লেগেছে মনে হল। তিনি এক মুখ হেসে বললেন পিঠে পুলি আমি নিজেই তৈরি করতে জানি। বুঝিয়ে দিলেন, যা বাড়িতে হয় না তার জন্যেই তো মেলায় আসা।
চাইল্ড কর্নারে খেলছিল বছর দশেকের দুটি শিশু। ‘মেলারে মেলা আমরা করি খেলা’। তাঁদের সঙ্গ দিচ্ছিল বাবা মায়েরা। কিছুটা দূরেই কান্দি থেকে মেলায় ঘুরতে আসা দুজন পিঠে পুলি খাচ্ছে তারিয়ে তারিয়ে। এই সব টুকরো, টুকরো দৃশ্য দেখা গেল মেলা চত্বরে।

Murshidabad Khadi Mela 2025 Murshidabad Khadi Mela আবারও এক বছর…
Murshidabad Khadi Mela 2025 Murshidabad Khadi Mela এক মহিলা বিক্রেতা বলেন, খুব সুন্দর ব্যাগ, কুর্তি, নাইটি বিক্রি হয়েছে। তিনি হাসি মুখে বুঝিয়ে দিলেন বিক্রিতে তিনি খুশি। এতো স্ট্যান্ডার্ড মেলা আর হয় না। এখানে সবার সঙ্গে সবার বন্ধুত্ব। আরেক বিক্রেতা বলেন, এখানে খাদির সব আইটেম পাওয়া যায়। মসলিন, সিল্ক, মটকা, ঘিচা, তসর সব পণ্য এখানে পাওয়া যায়। এখানে মহিলাদের হাতের কাজের যত রকমের মসলিনের কাজ, শাড়ি, থান পাওয়া যায়। মুর্শিদাবাদ সিল্ক ২২০০-২৩০০ থেকে শুরু হয়। এখানে স্বর্ণচরী রয়েছে ৯ হাজার ৫০০ টাকা দামের। মেলার প্রথম দিন থেকেই আমরা আসছি। এখানে রঙিন গরদ শাড়ি বিক্রি হয়েছে ৮ হাজার ৯০০ টাকা দামে, কাতানের শাড়ি ৮ হাজার ৬০০ টাকা দামে বিক্রি হয়েছে।
Murshidabad Khadi Mela 2025 Murshidabad Khadi Mela গ্রামীণ শিল্প, সংস্কৃতি, শিল্পদ্যোগীদের শিল্পকে মেলে ধরার আবারও এক বছর…।











