এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Khadi Mela 2025 খাদি মেলায় স্বনির্ভর মহিলাদের স্টলে চমক

Published on: December 2, 2025
Khadi Mela 2025

Khadi Mela 2025   স্থানীয় শিল্পীরা শুধু পণ্যই  বিক্রি করেন না।  তাঁরা  তুলে ধরেন নিজের পরিশ্রম, ধৈর্য এবং সংস্কৃতি। এই কথায় প্রমাণ করছেন খাদি মেলায় স্টল দিতে আসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।  এখানে যেমন শিল্পীরা তাদের প্রতিভা প্রদর্শন করছেন ,তেমনি ক্রেতারাও দেশীয় পণ্যের দিকে ঝুঁকছেন  আগ্রহ নিয়ে । এই পরিবর্তনই যেন  মেলার সবচেয়ে বড় সাফল্য । মেলার এক পাটজাত পণ্যের স্টলে বিভিন্ন  রঙিন জিনিসে মাঝে ভিড় জমেছে দর্শকদের।

Khadi Mela 2025 কী বলছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ?

স্টলে কথা হলো শিল্পী নুরফিয়া বিবির সঙ্গে । তিনি বহরমপুর ব্লকের Berhampore Block  নওগাঁ গ্রামের বাসিন্দা । স্টলদাতা নুরফিয়া বিবি জানালেন,”আমরা দশজন মিলে কাজ করি। ২০০৭ সাল থেকে শুরু করেছি। একশ রকম জিনিস বানাই জুয়েলারি, কার্পেট, পাপোশ, পুতুল, যা বলবেন।”

আরও পড়ুনঃ খাদির সাবান, পোস্তর বড়ির টক্করে তসর

তাঁদের এই কাজ শুধু প্রদর্শনী নয় এটা পরিবারের ঐতিহ্য। তবে আজকের দিনে এগিয়ে তা এগিয়ে নিয়ে যাচ্ছেন  নারীরাই।কাঁচামাল আসে কলকাতার বড়বাজার থেকে। স্টল সাজানো, বিক্রি, ফের বাড়ি নিয়ে গিয়ে আবার কাজ পুরোটাই এই দশ নারীর দল মিলেই করেন । কেউ বাইরে স্টল দেয়, কেউ কাঁচামাল সংগ্রহ করে আবার কেউ ঘরে বসে পাঠ দিয়ে নানান রকমারি জিনিস বানান, এভাবে মিলিয়ে মিশিয়ে সবাই একসাথে কাজ করছে আজ আঠারো বছর ধরে ।

Khadi Mela 2025 01

কিছুদিন আগেই দার্জিলিং থেকে মেলা করে এলেন , এখন মুর্শিদাবাদে এই খাদি মেলায় আছেন এর পর আবার তিনি চলে যাবেন কলকাতায় মেলা করতে । তাঁরা জানাচ্ছেন,  ছোটখাটো জিনিস যেমন দুল, হার, চাবি রিং এগুলো  স্টল এ বসেও বানান যায়।  কিন্তু ওয়াল হ্যাঙ্গিং এর মত বড় জিনিস গুলো বাড়িতেই বানানো হয় ।  একটা ওয়াল হ্যাঙ্গিং বানাতেই চোদ্দো থেকে পনেরো দিন চলে যায় । যদিও নুরফিয়া বিবি ও তার দশ জনের স্বয়ম্ভর গোষ্ঠী এই পরিশ্রম এর ফল পাচ্ছেন  , রমরমিয়ে চলছে তাদের এই ব্যবসা । প্রতিটি মেলায় তারা খুব ভাল রেসপন্স পাচ্ছে ।

Khadi Mela 2025 মেলা আনছে সাফল্য

Khadi Mela 2025 এরপর কথা হলো ফুলকলি হাজরার সঙ্গে।তিনি রানীনগর ব্লকের বাসিন্দা। ২০১০ সাল থেকে পাটশিল্পে যুক্ত। নিজের এলাকায় পাঠ চাষ হয় সেখান থেকেই কাঁচামাল আসে। নিজেই সেই কাঁচামাল তোলে এলাকা থেকে এরপর ঘরে বসে যত্ন সহকারে প্রতিটি জিনিস বানায় পাঠ দিয়ে । ঘরের সব কাজ সামলে ছেলেদের পড়াশোনা সামলে এই কাজ করেন তিনি । আজ পনেরো বছর ব্যবসা শুরু করলেও বাইরে মেলা করছে দশ বছর । ইনিও  নুরফিয়া বিবির মতোই বাইরে বাইরে মেলা করে বেড়ান ।  এক্ষেত্রে তিনি একা বলে সব সময় সব মেলা  করা সম্ভব হয় না ।  এই দশ বছর  এই প্রথম তিনি বহরমপুর মেলা করতে এসেছেন । প্রথম বার স্টল দিয়েও যে এত ভালো বিক্রি হবে তিনি ভাবেননি।

Khadi Mela 2025 এই কাজ করেই তিনি সংসার খরচে সাহায্য করেন , ছেলেদের পড়াশুনা খরচ তোলেন । জানাচ্ছেন,  তাঁর  এই কাজে District Rural Development Cell (DRDC) অনেক সহযোগিতা করেছে । এই DRDC মূলত একটি স্বনির্ভর গোষ্ঠী যা শুধু মেয়েদেরকে নিয়েই কাজ করে , বলা ভালো মেয়েদের স্বনির্ভর হতে সাহায্য করে নানান উপায়ে । দশ থেকে বারো জন নিয়ে একটা Self Help Group বা স্বনির্ভর গোষ্ঠি তৈরি হয় , এই গ্রুপ এর মেম্বার হলে নানান সরকারি ট্রেনিং বিনামূল্যে মেলে এছাড়া এই গ্রুপের মেম্বাররা আলাদা করে লোন তুলতে পারে ব্যবসা শুরু করার জন্য , এমনকি ট্রেনিং এর পর অফিস থেকেই তাদের বিক্রি কী করে করবে তার ব্যবস্থাও করে দেয়।

Khadi Mela 2025 দশম বছরে খাদি মেলা

Khadi Mela 2025 পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, মুর্শিদাবাদ আয়োজিত এই খাদি মেলা দেখতে দেখতে দশ বছর এ পদার্পণ করলো , এতো অনলাইন শপিং অ্যাপ এর মাঝে স্থানীয় শিল্পি ও শিল্প কে বাঁচানোর তাগিদেই এই মেলার আয়োজন । মুর্শিদাবাদ খাদি মেলা ২০২৫-২৬ শুরু হয়েছে ২৬ নভেম্বর, ২০২৫ থেকে এবং চলবে ১০ ডিসেম্বর, ২০২৫ অবধি  প্রত্যেকদিন দুপুর বারোটা থেকে রাত নয়টা অবধি থাকবে , বহরমপুর এর ব্যারাক স্কোয়ারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now