Murshidabad khadi Mela 2024 বড়দিন আর বছর শেষের উৎসবের মরশুমে বহরমপুরে আসর বসতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলার Murshidabad Khadi Fair 2024। ২২ শে ডিসেম্বর উদ্বোধন inauguration নবম মুর্শিদাবাদ খাদি মেলার। উদ্বোধনের আগে শনিবার ব্যারাক স্কোয়ারে মেলা প্রাঙ্গণে ছিল জোরদার প্রস্তুতি, ব্যস্ততা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মেলায় অংশ নেবেন ক্ষুদ্র , কুটীর শিল্প ব্যবসায়ীরা। ৬ ই জানুয়ারি অবধি চলবে খাদি মেলা.
Murshidabad khadi Mela 2024 কতগুলো স্টল থাকছে? কোথা থেকে আসছেন স্টলদাতারা?
উত্তরবঙ্গের বাঁশ, বেতের শিল্প থেকে বিভিন্ন খাদি দ্রব্য, বস্ত্র প্রতিষ্ঠান, জেলা শিল্প কেন্দ্র থেকে মৎস্য দপ্তর, উদ্যান পালন থেকে হস্ত তাঁত শিল্পের সম্ভার থাকছে এবারেও। এবছর স্টল সংখ্যা Stall number বেড়েছে। প্রায় ১৭৫ টি স্টল থাকছে এবারের খাদি মেলায়। গত বছর যে সংখ্যাটা ছিল ১৬০। গত বছর খাদি মেলায় প্রায় ২ কোটি ৪৮ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছিল। এবারে সেই পরিমাণ আরও বৃদ্ধির আশা রাখছে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ।
Murshidabad khadi Mela 2024 মেলা প্রসঙ্গে কী জানালেন জেলা আধিকারিক?
Murshidabad khadi Mela 2024 পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের West Bengal Khadi & Village Industries Board, Murshidabad District Officer Sri Deborshi Roy মুর্শিদাবাদ জেলা আধিকারিক দেবর্ষি রায় জানান, ” উত্তরবঙ্গের বাঁশ বেতের শিল্পীরা থাকবেন, বিভিন্ন খাদি প্রতিষ্ঠান থাকবে, বিভিন্ন দপ্তরের স্টলও থাকবে মেলায়। জেলা শিল্প কেন্দ্রের স্টল থাকবে, মৎস্য দপ্তরের স্টল থাকবে, উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের স্টল থাকবে, হস্ত তাঁত শিল্পীদের স্টল থাকবে, জেলা পরিষদের ডিআরডি সেলের স্টল থাকবে। খাদি khadi ব্যবসায়ী থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্টল থাকবে মেলায়।” আরও জানান,” মেলার শৃঙ্খলা ও শান্তি রক্ষার ক্ষেত্রে পুলিশের আলাদা স্টল থাকবে, ক্রীড়া দপ্তরের স্টল থাকবে, কিছু খাবারে স্টল থাকবে। সমস্ত দিক থেকে এটা একটা বড় ধরনের অংশগ্রহণ। বহু মানুষ এখানে আসেন, বিপুল হারে বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন জায়গার মানুষজনের অংশগ্রহণ আলাদা আকর্ষণ তৈরি করে খাদি মেলার।”
Murshidabad khadi Mela 2024 বিগত আট বছর ধরে বহরমপুর শহরে খাদি মেলা রূপ নেয় মিলন মেলার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে ন মেলায়। শিল্পীরাও সুযোগ পান নিজেদের প্রতিভা, কাজ মেলে ধরার। আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটে। এবছরও মুর্শিদাবাদ খাদি মেলা ঘিরে বাড়ছে উন্মাদনা।