এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Kanchangaria: শান্তির খোঁজেঃ ব্রাজিল থেকে মুর্শিদাবাদের কাঞ্চনগড়িয়ায় আশ্রয় যুবকের

Published on: August 11, 2022

পবিত্র ত্রিবেদীঃ ব্রাজিল থেকে শান্তির খোঁজে কান্দির কাঞ্চন গড়িয়া গ্রামে মহাপ্রভুর আশ্রমে আশ্রয় নিয়েছেন এক তরুণ। দুটি পুকুরের মাঝখানে এক চিলতে ভজন কুটির করে বাস করছেন। সেখানে ‘শ্রীচৈতন্য মহাপ্রভু’র সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে। তিনি খাবার খান খুব অল্প। ইংরেজিতে কথা বলেন। কান্দি শহর থেকে 17 কিলোমিটার দূরে সিজগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার ওই গ্রামে এখন তাকে নিয়ে কৌতুহল অনেকের । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কথিত আছে, প্রায় পাঁচশো বছর আগে কাঞ্চন গড়িয়ায় শ্রীচৈতন্য মহাপ্রভু এসেছিলেন। সেখানে তার চৌষট্টি মাহান্তর একজন শ্রী শ্রী বিজরী দাস থাকতেন। সেখানকার টানে ব্রাজিলের ওই বাসিন্দা দিন দশেক হলো ছুটে এসেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি থাকছেন পাশেই এক গ্রামে নির্জন এলাকায় ভজন কুটির করে। এলাকাবাসী জানিয়েছেন, তিনি প্রচার চান না। তাই ছবি তুলতে বা কথা বলতে রাজি নন। তিনি মহাপ্রভুর ভক্ত। ওই মন্দিরের কথা জানতে পেরে ইসকনের এক ভক্ত বন্ধুর মাধ্যমে এখানে এসেছেন।

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, এই গ্রাম বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে চলে। যেমন কোনও বাসিন্দার বাড়িতে মাংস রান্না হয় না । পূর্বপুরুষ ধরে চলে আসছে এই নিয়ম। এমনকি কোনো অনুষ্ঠানে ওই খাবার করতে হলে তা হয় মৌজার মানচিত্রের বাইরে গিয়ে । দেড় বিঘা জায়গার উপরে শ্রী শ্রী বিজরী দাস শ্রীপাট বাড়ি মন্দির। সেখানে রাধামোহন জিউ, নিত্যানন্দ মহাপ্রভু, গৌরঙ্গ মহাপ্রভুর বিগ্রহ রয়েছে । মন্দিরের সেবায়েত বাপি ব্যানার্জি বলেন, এখানে মহাপ্রভু এসেছিলেন। তার স্মৃতি বিজড়িত হরিতকী গাছ এখনো এই মন্দিরে রয়েছে । দূরদূরান্ত থেকে অনেক ভক্ত সারাবছর এখানে আসেন। কয়েকদিন আগে ব্রাজিল থেকে একজন এসেছেন । উনি ইসকনে দীক্ষিত। এখানে একডালাতে ভজন কুটির করে বাস করছেন। ওই মন্দির পরিচালন কমিটির অন্যতম সদস্য দুর্জয় পাল বৃহস্পতিবার বলেন, ব্রাজিলের ওই তরুণ খুব অল্প খাবার খান। উনি প্রচারে আসতে চান না। তাই যোগাযোগ করলেও কথা বলতে রাজি হননি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now