Murshidabad Jute Cultivation সোনালি তন্তুই পুজোয় পাট চাষিদের আগমনী গান

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Jute Cultivation মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় মাঠ লাগোয়া একটি বাড়ি। উঠোনে দুদিকে উঁচু করে পোঁতা বাঁশের মধ্যে ঝুলছে শুকোতে দেওয়া পাট। কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে মাঝ বয়সী আশারুল্লা মণ্ডল যেন পাট Jute  থেকে চোখ সরাচ্ছেন না। মুখে তৃপ্তির হাসি স্পষ্ট। তিনি এবার তিন বিঘা জমিতে পাট চাষ করেছেন। ভাষার আঞ্চলিক টানে শুরুতেই বললেন, প্রতিবছরই চাষের খরচ বাড়ছে । এবার পাট চাষের খরচ খুবই বেশি। পাট লাগানো থেকে ফসল কাটা, বহন করা, সবেতেই খরচ বেড়েছে। তবু আমাদের ভালো লাগছে। কারণ গত বছরের চেয়ে এবার দ্বিগুণ দাম পেয়েছি। গত বছর ৪ হাজার টাকা কুইন্টাল দরে পাট বিক্রি করেছি। এবার তা ৮ হাজার ছাড়িয়েছে।

Read More- WBADMIP আদমি প্রকল্পে কৃষকদের জন্য নতুন সুযোগ কী কী ?

Murshidabad Jute Cultivation একইভাবে পাট চাষি রঞ্জিত মণ্ডল, মুক্তার আলী, রুস্তম মোল্লারা এবার পাট চাষ করে স্বস্তিতে। তবে এই খুশির মধ্যেও তাঁদের মুখে উদ্বেগ ধরা পড়েছে। রুস্তম মোল্লা বললেন, গত বছর পাট লাগিয়ে ক্ষতি হয়েছিল। এবছর বিঘে প্রতি ৫ থেকে ৬ হাজার টাকা লাভ হয়েছে। বুঝতেই তো পারছেন তিন-চার মাস ধরে কাজ করে এক বিঘা জমিতে ৫ হাজার টাকা লাভ হয়েছে। তাই দিয়েই সংসার চালাতে হচ্ছে। তবে এবারের পাটের দামে আমরা খুশি।

Murshidabad Jute Cultivation একসময় পাটের চাহিদা ছিল তুঙ্গে। সংশ্লিষ্ট অনেকেই পাটজাত দ্রব্যের ব্যবহার আগের চেয়ে কমেছে বলে উদ্বেগ প্রকাশ করেন। কমেছে পাট চাষও। বর্তমানে এরাজ্যে West Bengal  পাট চাষে উজ্জ্বল মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা। দুশ্চিন্তা মাথায় করেই পাট চাষ করেন কৃষকরা। অন্তত বিগত কয়েক বছরে সেভাবে লাভের মুখ দেখা যায়নি। এবার বর্ষা তাঁদের মুখে হাসি ফুটিয়েছে। দুর্গা পুজোর আগেই গ্রামের ওই কৃষক পরিবারগুলিতে সোনালি তন্তু  খুশির আবহ নিয়ে এসেছে। এই মুর্শিদাবাদ জেলায় প্রায় এক লক্ষ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। ওই কৃষকদের মুখে মুখে এখন একটি কথা ফিরছে, এই ধারা অক্ষুণ্ণ থাকবে তো? পাট চাষিদের উন্নতির জন্য নেওয়া হোক বিশেষ উদ্যোগ।