Murshidabad Jobs মুর্শিদাবাদে ২৭৩ টি পদে নিয়োগ স্বাস্থ্য দপ্তরের CHO নিয়োগ: অনলাইনে আবেদন শুরু ১৯ নভেম্বর থেকে
Murshidabad Jobs মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য পরিষেবায় বড়সড় কর্ম সংস্থান হতে চলেছে । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের পক্ষ থেকে কমিউনিটি হেলথ অফিসার Community Health Officer (CHO) পদে নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Mission Director, National Health Mission এবং Executive Director, WBSH&FWS–এর অনুমোদনের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া জেলা স্তরের সিলেকশন কমিটি পরিচালনা করবে।
আরও পড়ুনঃ Murshidabad Recruitment মুর্শিদাবাদে রিসোর্স পার্সনের চাকরি, ৩ টি পদ
Murshidabad Jobs দীর্ঘদিন ধরেই জেলা জুড়ে Suswasthya Kendra–গুলোতে জনবল ঘাটতির অভিযোগ উঠছিল। সেই পরিপ্রেক্ষিতেই রাজ্য স্বাস্থ্যদপ্তর বৃহৎ সংখ্যক CHO নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর।
Murshidabad Jobs অনলাইনে আবেদন শুরু ১৯ নভেম্বর
শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। সময়সীমা নিম্নরূপ—
অনলাইন আবেদন শুরু: ১৯ নভেম্বর ২০২৫, সকাল ১১টা
Registration শেষ: ২ ডিসেম্বর ২০২৫, রাত ১২টা
Application Fees জমা দেওয়ার শেষ তারিখ: ২ ডিসেম্বর ২০২৫, রাত ১২টা
Final Submission শেষ তারিখ: ৪ ডিসেম্বর ২০২৫, রাত ১২টা
স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে করা যাবে আবেদন। ডকুমেন্ট যাচাই, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের তারিখ পরে wbhealth.gov.in এবং murshidabad.gov.in–এ জানানো হবে।
Murshidabad Jobs মোট শূন্যপদ ২৭৩
এই নিয়োগে মোট ২৭৩টি শূন্যপদ থাকছে, যার মধ্যে নার্সিং ক্যাডারের পদই ২৭০টি।

বিভাগ–ওয়ারি শূন্যপদ—
CHO শূন্যপদের শ্রেণিভিত্তিক টেবিল
১) নার্স (CHO) মোট পদ: ২৭০টি
| ক্যাটাগরি | পদ সংখ্যা |
|---|---|
| UR | 120 |
| SC | 58 |
| ST | 18 |
| EWS | 27 |
| OBC–A | 27 |
| OBC–B | 20 |
২) BAMS মোট পদ: ৩টি
| ক্যাটাগরি | পদ সংখ্যা |
|---|---|
| SC | 01 |
| UR | 01 |
| EWS | 01 |
Murshidabad Jobs বেতন ও সুযোগ–সুবিধা
CHO হিসেবে পোস্টিং পাওয়ার পর—
মাসিক সম্মানী: ২০,০০০ টাকা
PLI–ভিত্তিক ইনসেনটিভ: সর্বোচ্চ ৫,০০০ টাকা
GNM/B.Sc Nursing/Post Basic B.Sc বা BAMS প্রার্থীরা CPCH Training চলাকালীন প্রতি মাসে ১০,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন।
চাকরি প্রাথমিকভাবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত, তবে কর্মদক্ষতার ভিত্তিতে পরবর্তী অর্থবর্ষে বাড়তে পারে।
Murshidabad Jobs যোগ্যতা—যে বিভাগে যেভাবে আবেদন
১) B.Sc Nursing (BPCCHN কোর্সসহ, ২০২১ বা পরবর্তী ব্যাচ)
BPCCHN সমন্বিত B.Sc Nursing পাশ
WBNC-এর Registration/Provisional Certificate
বাংলা ভাষা ও উপভাষায় দক্ষতা
লিখিত পরীক্ষা ৮৫% + সাক্ষাৎকার ১৫%–এর মাধ্যমে নির্বাচন
২) GNM / Post Basic B.Sc / B.Sc Nursing (২০২১-এর আগে পাশ)
WBNC Registration বাধ্যতামূলক
MS Office–এ দক্ষতা থাকলে অগ্রাধিকার
ট্রেনিং শেষে Suswasthya Kendra–তে বাধ্যতামূলক সার্ভিস
Bond: ট্রেনিং শেষে সার্ভ না করলে ২ লাখ টাকা জরিমানা
লিখিত পরীক্ষা ৮৫% + সাক্ষাৎকার ১৫%
৩) BAMS (CPCH Training)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BAMS
Paschim Banga Ayurved Parisad–এর Registration/Provisional Certificate
বাংলা ভাষায় দক্ষতা
নির্বাচন: অ্যাকাডেমিক ফল ৮৫% + সাক্ষাৎকার ১৫%
Bond: ২ লাখ টাকা
Murshidabad Jobs আবেদন করার নিয়ম
১. wbhealth.gov.in–এ গিয়ে বাঁ দিকের মেনু থেকে Online Recruitment নির্বাচন করতে হবে।
২. “Continue Registration” দিয়ে রেজিস্ট্রেশন শুরু।
৩. ফি জমা দেওয়ার পর Application ID ও Date of Birth ব্যবহার করে “Continue after registration”–এ গিয়ে Final Submission সম্পন্ন করতে হবে।
৪. প্রার্থীদের অবশ্যই নিজের বা অভিভাবকের মোবাইল নম্বর ও ইমেল ব্যবহার করতে হবে। সব তথ্য সেখানেই পাঠানো হবে।
Murshidabad Jobs ফি জমা
UR/OBC: ১০০ টাকা
SC/ST: ৫০ টাকা
অনলাইনে নেট ব্যাঙ্কিং/ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি জমা দিতে হবে।
Murshidabad Jobs গুরুত্বপূর্ণ নির্দেশিকা
এক প্রার্থী এক পদের জন্য একবারই আবেদন করতে পারবেন।
ভুল বা অসম্পূর্ণ আবেদন বাতিল করা হবে।
ছবি ও স্বাক্ষর সঠিকভাবে আপলোড না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন জমা দেওয়ার পর আর সম্পাদনা করা যাবে না।
ডকুমেন্ট যাচাইয়ের সময় অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি আবশ্যক।
সমস্ত পূর্ববর্তী প্যানেল বাতিল করা হয়েছে।
Murshidabad Jobs রাজ্যের স্বাস্থ্যকাঠামো শক্তিশালী করতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গেছে, Suswasthya Kendra–গুলোর পরিষেবা আরও গতিশীল ও জনমুখী করতে বিপুল সংখ্যক CHO নিয়োগ জরুরি ছিল। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে CHO–দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়োগ–সম্পর্কিত যেকোনো আপডেটের জন্য wbhealth.gov.in এবং murshidabad.gov.in ওয়েবসাইট নিয়মিত দেখার পরামর্শ দেওয়া হয়েছে।















