এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Itihas Utsav 2026 উৎসবের আঙিনায় ফিরে দেখা ইতিহাস, এবারও চমকে ভরা

Published on: January 26, 2026
Murshidabad Itihas Utsav 2026

Murshidabad Itihas Utsav 2026  ইতিহাসের মাটি মুর্শিদাবাদে শুরু হল মুর্শিদাবাদ ইতিহাস উৎসব  Murshidabad Itihas Utsav।   সারা দেশের সাথেই ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার সংস্কৃতি, ঐতিহ্যকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলায়  আয়োজিত এত বড় উৎসব। যে উৎসব অতীত অভিজ্ঞতার আলোয় বর্তমানকে বুঝতে ও ভবিষ্যৎ গড়ার বার্তা দেয়। ২৬ জানুয়ারি  প্রজাতন্ত্র দিবসে বহরমপুর শহরে YMA ময়দানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল দশম বর্ষে মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের। মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে এই উৎসব এবার সাত দিনের। ১৩০ টি স্কুল, কলেজ এই উৎসবে অংশ নিয়েছে। উৎসবের সূচনা করলেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া। ঘুরে দখলেন ইতিহাস উৎসবের বিভিন্ন স্টল, প্রদর্শিত মডেল।

মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনে বই প্রকাশ

 

আরও পড়ুন- Republic Day 2026 প্রজাতন্ত্র দিবস উদযাপনে শান্তি, সম্প্রীতির বার্তা মুর্শিদাবাদ জেলা প্রশাসনের

Murshidabad Itihas Utsav 2026 মুর্শিদাবাদ ইতিহাস উৎসব, কী বললেন জেলা শাসক?

Murshidabad Itihas Utsav 2026 মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া বলেন, ” এত সুন্দর একটা ইতিহাস উৎসব মুর্শিদাবাদে আয়োজন করতে পেরেছি তার জন্য মুর্শিদাবাদ জেলার ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের পুরো টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাব। সাতদিন ব্যাপী উৎসবের মধ্যে বিভিন্ন ধরনের ইতিহাস সংক্রান্ত স্টল আছে। ১৩০ এর বেশী স্কুল অংশগ্রহন করেছে। মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যারা ইতিহাসপ্রেমী আছেন  তাদের এই উৎসব উপভোগ করার আহ্বান জানাব।”

মুর্শিদাবাদ ইতিহাস উৎসব প্রাঙ্গণ

 

Murshidabad Itihas Utsav 2026 সাত দিনের উৎসবে এবছর কী কী চমক?

Murshidabad Itihas Utsav 2026 উদ্বোধনী পর্বে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্ট অতিথিদের উপস্থিতি, ইতিহাসের টানে ছুটে আসা শিক্ষানুরাগী, উৎসাহীদের উপস্থিতিতে ইতিহাস উৎসব প্রাঙ্গণ ভরে ওঠে। উৎসব প্রাঙ্গণ জুড়ে আছে ৭২ টি স্টল। যেখানে রয়েছে ঐতিহাসিক মুদ্রা প্রদর্শনী, প্রাচীন থেকে আধুনিক মুর্শিদাবাদের প্যাভিলিয়ন- ইতিহাস বই মেলা। আলোকসজ্জায় ইতিহাস পরিবেশন থেকে স্টল রয়েছে ইন্ডিয়ান মিউজিয়াম, ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন, আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া, নিউমিসম্যাটিক সোসাইটি অফ ক্যালকাটার। সাথে রয়েছে হস্তশিল্পের স্টল।

সূচনা পর্বে

 

Murshidabad Itihas Utsav 2026 মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে ” মুর্শিদাবাদ ইতিহাস উৎসব”

Murshidabad Itihas Utsav 2026 মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সদস্য অরিন্দম রায় বলেন,  গৌরবময় দশম বর্ষে পা দিয়েছে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব। আমরা চেষ্টা করেছি মুর্শিদাবাদ ইতিহাসের হাত ধরে ইতিহাসকে জনমুখী করা, জনপ্রিয় করা। যার সফল রুপায়ন দেখা যাচ্ছে। বহু মানুষ, তরুণ প্রজন্ম ভিড় করছে। ইতিহাস যে জনপ্রিয় হচ্ছে , বাংলাকে কেন ভারতকে এই বার্তাটা দিতে পারছি যে ইতিহাসকে কেন্দ্র করে এই ধরনের ফেস্টিভ্যাল করা যায়, যেখানে মানুষের অংশগ্রহন সেটা মুর্শিদাবাদ ইতিহাস উৎসব করে দেখাচ্ছে।

স্টল ঘুরে দেখেন জেলা শাসক

 

Murshidabad Itihas Utsav 2026 উৎসব উদযাপনের মঞ্চ থেকেই হয় ঐতিহাসিক গ্রন্থ প্রকাশ, ইতিহাস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সম্মাননা প্রদান, আলোচনা।সাত দিন ধরেই নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্রে মুর্শিদাবাদের ১৩৫ মনীষীর ছবি প্রদর্শনী, ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি অনুষ্ঠান, নানান প্রতিযোগিতার আয়োজন রয়েছে।

হয় সাংস্কৃতিক অনুষ্ঠান

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now