ফারুক সেখ, বহরমপুর, ০৮ নভেম্বরঃ রাজ্য পুলিশে বড়সড় রদবদল হয়ে গেল বুধবার । একাধিক আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। বড় বদলের নির্দেশ এসেছে মুর্শিদাবাদ জেলা পুলিশেও। বুধবার রাজ্য পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। মুর্শিদাবাদের অ্যাডিশনাল এসপি- ট্রাফিক ছিলেন পাপিয়া সুলতানা। তাঁকে হোমগার্ড অরগানাইজেশনে সিনিয়ার স্টাফ করা হয়েছে । ভিন জেলায় বদলি করা হয়েছে সুবিমল পালকেও। মুর্শিদাবাদের পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারস ছিলেন সুবিমল পালকে । হাওড়া পুলিশ জেলার ডিসি হেডকোয়ার্টার হিসেবে বদলি করা হয়েছে তাঁকে। তবে এই দুই পুলিশ অফিসারের পদে কারা আসবেন , তা এখনও জানানো হয় নি।
মুর্শিদাবাদে পুলিশে বড় রদবদল , ভিন জেলায় বদলি কারা ?
Published By: Madhyabanga News |
Published On:
