Murshidabad Institute of Technology মুর্শিদাবাদে প্রযুক্তি শিক্ষার এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান — মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT, Murshidabad)। কিন্তু জানেন কি এই এমআইটি কলেজের ইতিহাস ? ১৯৫৭ সালের ২৬ আগস্ট তৎকালীন মুখ্যমন্ত্রী ড. বিধানচন্দ্র রায়ের হাত ধরে যাত্রা শুরু করে এমআইটি কলেজ । আমেরিকার ম্যাসাচুসেট্স ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) Massachusetts Institute of Technology -প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা টেনে বলা হয়েছিল এই প্রতিষ্ঠান হয়ে উঠবে পুর্বের এমআইটি ( MIT of East) ।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে কলেজে মাত্র ৩০ % ভর্তি
Murshidabad Institute of Technology History এমআইটি কলেজের ইতিহাস
এই কলেজের ইতিহাস খুঁজতে চলে যেতে হবে ব্রিয়িশ আমলে। আঠারো শতকের শেষের দিকে ব্রিটিশ সিল্ক ব্যবসায়ী ডেভিড অ্যানস্ট্রুথার বানজেটিয়ায় একটি রাজকীয় ভবন নির্মাণ করেন । সেই ভবনের নাম ছিল ‘ফেলিসিটি হল’। প্রাসাদের আয়তন ছিল প্রায় ১৪,৫০০ বর্গফুট । মুর্শিদাবাদে ব্যবসার কাজে এলে ব্রিটিশ গভর্নর জেনারেল থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা সকলেই এই ভবনে থাকতেন। বানজেটিয়া হাউস নামেও খ্যাত ছিল এই হল।

তবে ব্রিটিশদের কাছ থেকে এই ১৮৪০ সালে এই ফেলিসিটি হল সহ মোট ১৩৫.১০ একর জমি কিনে নেন কাশিমবাজারের রাজা কৃষ্ণনাথ রায় । দাবি করা হয়, এই জমিতে বিশ্ববিদ্যালয় স্থাপনের স্বপ্ন ছিল তাঁর। তবে ১৮৪৪ সালে মৃত্যু হয় কৃষ্ণনাথ রায়ের। তার প্রায় ১০০ বছর পর এই বিশাল সম্পত্তির ওপর গড় উঠেছে মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি । বানজেটিয়া হাউসের ঐতিহ্য আর ইতিহাস এই কলেজের কোণায় কোণায়।
Murshidabad Institute of Technology এমআইটি কলেজে কাদের অনুমোদিত ?
বর্তমানে এমআইটি কলেজে মুর্শিদাবাদ হলো জেলার সবথেকে নির্ভরযোগ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ । এই কলেজের অনুমদন দিয়েছে AICTE এবং West Bengal Council of Technical Education ।
Murshidabad Institute of Technology Courses এমআইটি কলেজে কী কী কোর্স ?
Murshidabad Institute of Technology এমআইটি কলেজে মোট ৫টি বিভাগের পড়াশোনা হয়। প্রতি বিভাগে ৬০টি করে আসন রয়েছে। ডিপ্লোমা কোর্স পড়ানো হয় নীচের বিষয়গুলিতেঃ
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
- সিভিল ইঞ্জিনিয়ারিং
- অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং
এই কোর্সগুলির মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পক্ষেত্র, সরকারি বিভাগ, কৃষি-প্রযুক্তি, নির্মাণ এবং ইলেকট্রনিক্স সেক্টরে কর্মসংস্থানের সুযোগ পান।

Murshidabad Institute of Technology course admissions এমআইটি কলেজে ভর্তি
মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ভর্তির জন্য পরীক্ষা দিতে হয়। জেক্সপো নামের প্রবেশিকা পরীক্ষার পর র্যাঙ্কের ভিত্তিতে কাউন্সেলিং হয়। পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন পরিষদ কাউন্সিলিং করায়। সেই কাউন্সিলিং-এর মাধ্যমেই ভর্তি হওয়া যাবে।
Murshidabad Institute of Technology fees structure এমআইটি কলেজের ফী
পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ এই কলেজের ভর্তি ও পড়াশোনার খরচ ঠিক করে।
Murshidabad Institute of Technology MIT আধুনিক সুবিধা
এই কলেজে রয়েছে আধুনিক পরিকাঠামো. প্রধান সুবিধাসমূহ
- উন্নত ল্যাবরেটরি ও ওয়ার্কশপ
- ১৫০+ কম্পিউটার সমৃদ্ধ ল্যাব
- ২টি স্মার্ট ক্লাসরুম
- ভাষা ল্যাব
- সমৃদ্ধ লাইব্রেরি
- ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা হোস্টেল
- কমন রুম, খেলাধুলার বড় মাঠ
- ক্যাফেটেরিয়া
- গ্রিভিয়েন্স রেড্রেসাল ও অ্যান্টি-র্যাগিং কমিটি
- এছাড়া শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানটি বহু সামাজিক প্রকল্পেও যুক্ত — কমিউনিটি পলিটেকনিক, আর্সেনিক প্রজেক্ট, ভোকেশনাল এডুকেশন প্রভৃতি যা স্থানীয় মানুষের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Murshidabad Institute of Technology contact number এমআইটি কলেজের ফোন নম্বর
মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজির অফিশিয়াল ফোন নম্বরঃ
03482 256 899
Murshidabad Institute of Technology History এমআইটি কলেজের ওয়েবসাইট
মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজির (Murshidabad Institute of Technology) অফিশিয়াল ওয়েবসাইট হলঃ polytechnic.wbtetsd.gov.in/mitberhampore
Murshidabad Institute of Technology Faculty & Staff এমআইটি কলেজের শিক্ষকদের তালিকা
Faculty & Staff শিক্ষক ও কর্মী তালিকা (Faculty & Staff)
| ক্রমিক নং | নাম | পোস্ট |
|---|---|---|
| 1 | সুমিত সরেন | লেকচারার, কৃষি প্রকৌশল |
| 2 | সাজল সরকার | লেকচারার, সিভিল ইঞ্জিনিয়ারিং |
| 3 | কার্তিক দে | লেকচারার, কৃষি প্রকৌশল |
| 4 | প্রীতম মণ্ডল | লেকচারার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং |
| 5 | তাপস গোরাই | লেকচারার, কৃষি প্রকৌশল |
| 6 | তীর্থঙ্কর রায় | লেকচারার, কৃষি প্রকৌশল |
| 7 | শিলাক ভৌমিক | লেকচারার, সিভিল ইঞ্জিনিয়ারিং |
| 8 | নাজিবুল হোসেন | লেকচারার, কৃষি প্রকৌশল |
| 9 | সুজাথা চক্রবর্ত্তী | লেকচারার, কৃষি প্রকৌশল |
| 10 | জ্যোতির্ময় বিশ্বাস | লেকচারার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং |
| 11 | আজাদ হোসেন | লেকচারার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি |
| 12 | আরিফ হাসান | লেকচারার, সিভিল ইঞ্জিনিয়ারিং |
| 13 | জিশান আলি | লেকচারার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং |
| 14 | সপ্তর্ষি সাহা | লেকচারার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং |
| 15 | বাবর আলি | লেকচারার, সিভিল ইঞ্জিনিয়ারিং |
| 16 | সুবেন্দু সরকার | ওয়ার্কশপ ইন্সট্রাক্টর (মেশিন শপ) |
| 17 | দেবাশিস দাস | লেকচারার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং |
| 18 | ড. পঙ্কজ কুমার মণ্ডল | লেকচারার, গণিত |
| 19 | মহিতাশ মজুমদার | ওয়ার্কশপ ইন্সট্রাক্টর (ওয়েল্ডিং) |
| 20 | পিয়াল দাস | লেকচারার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং |
| 21 | পরেশ হাজার | গ্রুপ-ডি |
| 22 | তপন চ্যাটার্জী | ক্লার্ক |
| 23 | বিকাশ দে | ক্যাশিয়ার |
| 24 | মালয় চক্রবর্তী | গ্রুপ-ডি |
| 25 | বসুদেব কর্মকার | গ্রুপ-ডি |
| 26 | তরুণ ঘোষ | গ্রুপ-ডি |
| 27 | তুফান দাস | গ্রুপ-ডি |
| 28 | নিমাই রায় | গ্রুপ-ডি |
| 29 | সাধনা দত্ত | হেল্পার |
| 30 | মমতা হালদার হাজার | কর্মবন্ধু |
| 31 | নির্পেন মণ্ডল | গ্রুপ-ডি |
| 32 | সঞ্জীব সাহা | ওয়ার্কশপ ইন্সট্রাক্টর (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) |
| 33 | কল্লোল কুণ্ডু | ওয়ার্কশপ ইন্সট্রাক্টর (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) |
| 34 | প্রবীর কুমার দাস | ওয়ার্কশপ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) |
| 35 | শেখর চক্রবর্তী | টাইপিস্ট |
| 36 | খুশি পাল | লোয়ার ডিভিশন ক্লার্ক |
| 37 | গৌরচন্দ্র ঘোষ | ওয়ার্কশপ ইন্সট্রাক্টর (ফিটিং) |
| 38 | মোদ্দার কামাল মণ্ডল | লেকচারার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং |
| 39 | সঞ্জীব কুমার দাস | ল্যাব অ্যাসিস্ট্যান্ট (রসায়ন) |
| 40 | ধীরেনচন্দ্র ঘোষ | গ্রুপ-ডি |
| 41 | গোরাচাঁদ মণ্ডল | লেকচারার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং |
| 42 | অরিন্দম মণ্ডল | লেকচারার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং |
| 43 | প্রমিত কুমার ঘোষ | লোয়ার ডিভিশন ক্লার্ক |
| 44 | দীপান্বিতা দাস | স্টোর অ্যাসিস্ট্যান্ট |
| 45 | রাধা মাধব লাহা | লেকচারার, রসায়ন |
| 46 | মৃত্যুঞ্জয় রায় সরকার | ওয়ার্কশপ ইন্সট্রাক্টর (কৃষি প্রকৌশল) |
| 47 | তুহিন দাস | ওয়ার্কশপ ইন্সট্রাক্টর (কৃষি প্রকৌশল) |
| 48 | পীযূষ মণ্ডল | ল্যাব অ্যাসিস্ট্যান্ট (কৃষি প্রকৌশল) |
| 49 | অরূপ মণ্ডল | ল্যাব অ্যাসিস্ট্যান্ট (কৃষি প্রকৌশল) |
| 50 | সুপ্রতিম দত্ত | লেকচারার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং |
| 51 | কল্যাণ কুমার মল্লিক | লেকচারার, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং |
| 52 | নীলয় দাস | লেকচারার, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং |
| 53 | পার্থ প্রতিম ঘোষ | লেকচারার, পদার্থবিদ্যা |
| 54 | অরিজিৎ দে | লেকচারার, মানবিক বিজ্ঞান |
| 55 | সায়ন কুণ্ডু | লেকচারার, সিভিল ইঞ্জিনিয়ারিং |
Murshidabad Institute of Technology location কলেজের ঠিকানা
মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি Murshidabad Institute of Technology বহরমপুর জলঙ্গী রাজ্য সড়কের পাশে অবস্থিত। বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড থেকে এই কলেজের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। বহরমপুর কোর্ট স্টেশন থেকে এর দূরত্ব ৪ কিলোমিটার। এই কলেজ লাগোয়া বাসস্ট্যান্ড রয়েছে। এই কলেজের ঠিকানাঃ Murshidabad Institute of Technology P.O.- Cossimbazar Raj, Berhampore, Murshidabad-742102















