এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Industry: মুখ্যমন্ত্রীর নির্দেশে মুর্শিদাবাদে সিনার্জি বৈঠক, হাল ফিরবে রেজিনগরের?

Published on: December 10, 2025
Murshidabad Industry

Murshidabad Industry মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার শিল্পের উন্নয়নে সিনার্জি কনক্লেভের আয়োজন করা হচ্ছে। জেলায় শিল্প বাড়াতে আগামী ১২ ডিসেম্বর সিনার্জি হচ্ছে। জেলাশাসক নিতীন সিংহানিয়ার উপস্থিতিতে ওই বৈঠক হওয়ার কথা। সেখানে এমএসএমই,বস্ত্র দফতরের আধিকারিকরা থাকবেন। জেলা বণিকসভার প্রতিনিধিরা থাকবেন। দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের উপস্থিতিতে ওই বৈঠক হওয়ার কথা। এছাড়া বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী আখ্রুজ্জামান, জেলার সাংসদ, বিধায়কদের হাজির থাকার কথা রয়েছে।

আরও পড়ুনঃ DM Visit Rejinagar: রেজিনগর শিল্প তালুক পরিদর্শন জেলাশাসকের, আশায় বণিকসভা

Murshidabad Industry বুধবার জেলা শিল্পকেন্দ্র সূত্রে খবর, গত ৪ ডিসেম্বর বহরমপুরে থাকাকালীন ওই সিনার্জি বৈঠক করতে বলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মঙ্গলবার রেজিনগর শিল্পতালুক (Rejinagar Industrial Park) পরিদর্শনে গিয়েছিলেন জেলাশাসক। সেখানে যান মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক স্বপন ভট্টাচার্যও। দফতরের এক আধিকারিক জানিয়েছেন, রেজিনগর শিল্পতালুক, বহরমপুর শিল্পতালুকের উন্নয়ন সহ জেলায় শিল্পের উন্নয়ন এর জন্যে এই সিনার্জি।

Murshidabad Industry সম্প্রতি বোলপুরে সিনার্জি বৈঠকে যোগ দিয়েছিল মুর্শিদাবাদ। সামগ্রিকভাবে জেলার জন্যে এমএসএমই ও টেক্সটাইল দফতরের আয়োজনে ‘সিনার্জি অ্যান্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ ২০২৫-২৬’ এর আয়োজন করা হয়েছে জেলা পরিষদের প্রেক্ষাগৃহে। এদিকে, জেলা শিল্প কেন্দ্রের স্থায়ী জেনারেল ম্যানেজার পদে যোগ দিচ্ছেন পুস্পেন্দু মল্লিক। আগামী সোমবার তিনি আনুষ্ঠানিক কার্যভার নেবেন।

Murshidabad Industry রেজিনগর শিল্প তালুকে একটি স্টিল কারখানা ছাড়া আর সেভাবে কিছু নেই

Murshidabad Industry রেজিনগর শিল্প তালুকে একটি স্টিল কারখানা ছাড়া আর সেভাবে কিছু নেই। দীর্ঘ দিন ধরে এটি অবহেলায় পড়ে রয়েছে বলে অভিযোগ। তবে মঙ্গলবার জেলাশাসকের পরিদর্শনের পর আশাবাদী বলে জানিয়েছে জেলার বণিকসভা। তাদের দাবি রয়েছে, পলসন্ডার কাছে একটি শিল্পতালুক গড়া হোক। একসময় রেশম সহ বাণিজ্যে অগ্রণী ছিল মুর্শিদাবাদ। এখন অর্থনীতিতে অন্যতম পিছিয়ে পড়া জেলা। বেকারের সংখ্যা প্রচুর। স্কিল প্রশিক্ষণ নেই। তাঁরা ঝুঁকির পরিযান করছেন বিভিন্ন দেশে। অনেক সময় তাঁরা বিদেশে গিয়ে বিপদে পড়ছেন। দাবি ওঠে শিল্পের মাধ্যমে জেলায় কর্মসংস্থান বৃদ্ধি হোক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now