এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Industry  শিল্পের সমাধানে কী উদ্যোগ মুর্শিদাবাদে ?

Published on: December 20, 2024
Murshidabad Industry

Murshidabad Industry   ইচ্ছে থাকলেও উপায় হয়না। কারও  মেলে না ব্যাঙ্ক থেকে  ঋণ ।  আবার ঋণ পেলেও সময়মতো পরিশোধও করেন না অনেকেই ! ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প গড়তে সমস্যা হাজারো । সমস্যার সমাধানে সচেতনার ক্ষেত্রে ২ রা ডিসেম্বর থেকে মুর্শিদাবাদ জেলায় শুরু হয় ‘শিল্পের সমাধানে’ কর্মসূচী । যার শেষ দিন শুক্রবারে মুর্শিদাবাদের ৭২ জন উদ্যোক্তা পেলেন ঋণ অনুমোদন শংসাপত্র । এমএসএমই- মাস উদযাপনের অংশ হিসেবেই এই বিশেষ কর্মসূচী হল বহরমপুর রবীন্দ্রসদনে।  শিবিরে হাজির হন জেলা প্রশাসনিক, জেলা পরিষদ, বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাঙ্কের কর্মকর্তারা।

Murshidabad Industry মুর্শিদাবাদে রেজিস্ট্রেশন করেছেন ৯,৫৭৭ জন

Murshidabad Industry ক্ষুদ্র, ছোট,  মাঝারি শিল্পের ভাবনায় লোন  পেতে উদ্যম রেজিস্ট্রেশন কতোটা হয়েছে মুর্শিদাবাদে ?  জানা গিয়েছে  রাজ্য জুড়ে প্রায় ২০,০০০ রেজিস্ট্রেশন হয়েছে, যার মধ্যে মুর্শিদাবাদ জেলায় উদ্যম রেজিস্ট্রেশন করেছেন- ৯, ৫৭৭ জন।  এই সংখ্যায় আশার আলো দেখছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। কিন্তু এরপর?  উদ্যোগী হলেও ব্যাঙ্কের ঋণ মিলবে কীভাবে? কোথায় সমস্যা? যা নিয়েই সচেতন করলেন খোদ মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র Rajarshi Mitra, IAS

এদিন রাজর্ষি মিত্র জানান ,  লোনে অনেকে আটকে যান। ব্যাঙ্ক লোন দেয়। লাভ দেখলে তবেই ব্যাঙ্ক লোন দেবে। সিবিল স্কোরের দিকে নজর দিতে হবে। রাজর্ষি মিত্র বলেছেন এমন শিল্প দরকার যার পণ্য সকলে ব্যবহার করেন আবার যেটা তৈরীতে খুব বেশি কিছু প্রয়োজন পরে না। তিনি বলেন, ”  চানাচুরের খুব বড় কারখানা প্রয়োজন হয় না। কিন্তু চানাচুর সকলের প্রয়োজন হয়। উদ্যোগের বিকাশে সরকারের নজর রয়েছে। শুধু লোন, উপকরণ দিলেই হয় না। যিনি লোন পাচ্ছেন তাঁর আগ্রহ, কর্মক্ষমতা সব থেকে বড় প্রয়োজন”। ঋণ এবং প্রশিক্ষণ নিয়ে সরকার সচেষ্ট বলেও জানান তিনি। মুর্শিদাবাদে শিল্প গড়ার ক্ষেত্রে এক মাস ব্যাপী এই  শিবিরে ভাবি উদ্যোগপতিরা কী কী সুবিধা পেলেন? শেষ দিনের শিবিরেও কৌতূহলের শেষ ছিল না।  জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গোষ্ঠীর সদস্য, উদ্যোগপতিরা ঘুরলেন ক্যাম্প।

Murshidabad Industry  মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা SMT RUBIA SULTANA বলেন, “ছোট ব্যবসায়ীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লোনের ব্যবস্থা করছে সরকার। দেওয়া হচ্ছে ভর্তুকি। মুর্শিদাবাদ এই ক্ষেত্রেও রাজ্যের মধ্যে এগিয়ে”। এত কিছুর পরেও রয়েছে কিছু সমস্যা। মুর্শিদাবাদ ডিসট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসের সাধারন সম্পাদক  স্বপন কুমার ভট্টাচার্য বলেন, “ ব্যাঙ্কের নিয়ম মেনেও অনেকে ঋণ পান না। এটা দুঃখে। ব্যাঙ্কের আরও উদার হওয়া দরকার”। তিনি বলেছেন, “ শিল্পের বিকাশে এই উদ্যোগ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে”।

 

 

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now