এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Industry মুর্শিদাবাদের উন্নয়নে নতুন কী পরিকল্পনা ব্যবসায়ী সংগঠনের?

Published on: May 27, 2025
Murshidabad Industry  

Murshidabad Industry  মুর্শিদাবাদ ডিসট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ  Murshidabad District Chamber Of Commerce And Industry-র  ত্রি- বার্ষিক সাধারণ অধিবেশন হল মঙ্গলবার। বহরমপুর রবীন্দ্রসদনে আয়োজিত অধিবেশনে  মুর্শিদাবাদ জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ  অনুমোদিত ৯২ টি শাখা সংগঠনের ইউনিট প্রতি ৫ জন করে প্রতিনিধি অংশ নেন। আগামী তিন বছরের কর্মসূচী তুলে ধরা হয় আলোচনা সভায়। কর্মপদ্ধতি ঠিক হয়। ব্যবসা ছাড়াও মুর্শিদাবাদ জেলার উন্নয়নের নানান দাবি নিয়ে সোচ্চার হন ব্যবসায়ীরা। কার্যক্রম পর্যালোচনা, নতুন প্রস্তাবনা, সদস্যদের মতামত, যোগাযোগ স্থাপন, বানিজ্যিক নীতি নির্ধারণ হয় ত্রি বার্ষিক সাধারণ অধিবেশনে।

Murshidabad Industry  শিল্প, ব্যবসা, পর্যটন- একে ওপরের সঙ্গে যুক্ত। ফলে, কীভাবে মুর্শিদাবাদ জেলা সমৃদ্ধ হবে দিনের অধিবেশনের মূল আলোচ্য বিষয় ছিল সেটিই, এমনটাই জানান মুর্শিদাবাদ ডিসট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক স্বপন কুমার ভট্টাচার্য। তিনি বলেন, ‘আমরা চাই মুর্শিদাবাদ জেলা যেহেতু ইতিহাসের জেলা, পর্যটনের জেলা। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় উন্নয়ন হোক। চাই রাজ্য সরকার মুর্শিদাবাদকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করুক।   দিঘায় যেমন জগন্নাথ মন্দির হয়েছে, মুর্শিদাবাদ জেলাতেও পর্যটন কেন্দ্রের আকর্ষণ বাড়ুক। শিল্প হলে বেকারদের কর্মসংস্থান হবে, অর্থনৈতিক ভীত মজবুত হবে এই জেলার।

Murshidabad Industry  ব্যবসায়ী সংগঠনের দাবি, শুধু ব্যবসা বানিজ্য, শিল্প নয়! মুর্শিদাবাদের সার্বিক উন্নয়নে, জেলাবাসীর পাশে নানান সময়ে নানান প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তারা। জেলা প্রশাসন থেকে রাজ্যে- ধারাবাহিকভাবে নানান দাবিও তুলে ধরা হয়েছে। মুর্শিদাবাদ ডিসট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ওয়ার্কিং প্রেসিডেন্ট অরুণ সাহা জানান, এই অধিবেশন মুর্শিদাবাদ জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার এক শপথ গ্রহণ। ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে চলার লক্ষ্যমাত্রা নির্ধারণ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now